যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত দুই আসরে টানা শিরোপা জিতেছে যুবা টাইগাররা। তবে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের প্রতিনিধিদের। সংযুক্ত আরব আমিরাতে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে এসে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।
দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে ৪ ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টার দিকে শুরু হয় ম্যাচটি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে ২৭ ওভারে গড়ায় খেলা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং নাইনআপ। ২৬.৩ ওভারে ১২১ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশ। ভালো শুরুর আভাস দিয়েও শুরুতেই বিদায় নেন দুই ওপেনার। জাওয়াদ আবরার ১৩ বলে ৯ এবং রিফাত বেগ ১৬ বলে ১৪ রান করে বিদায় নেন।
এরপর ব্যাটিংয়ে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে ২৬ বলে ২০ রান করর বিদায় নিতে হয় তাকে। মিডল অর্ডারও পুরোপুরি ব্যর্থ হয়। মিডলে দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি কেউ। পরবর্তীতে লোয়ার অর্ডারে সামিউন বসির রাতুলের ৩৩ রানের ইনিংসে ভর করে কোনোমতে ১২১ রাল তুলতে সক্ষম হয় লাল-সবুজের দল।
এরপর বোলিংয়ে নেমেও পাকিস্তানি ব্যাটারদের কোনো চ্যালেঞ্জ ছুড়তে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই একটি উইকেট পড়লেও সামির মিনহাসের দুর্দান্ত ফিফটিতে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
সামির একাই খেলেন ৬৯ রানের অপরাজিত ইনিংস। ৫৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। তিনে নেমে ২৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন উসমান খান জুনিয়র। এছাড়া ১১ রানে অপরাজিত ছিলেন আহমেদ হুসেইন।
বাংলাদেশের পক্ষে বল হাতে একটি করে উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন ও সামিউন বসির রাতুল। এর আগে পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন আব্দুল সোবাহান। হুজাইফা আহসান শিকার করে ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন আলী রাজা, আহমেদ হুসেইন ও মোহাম্মদ সায়েম।
এর আগে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। তাতে গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আজিজুলের দল। তবে ব্যাটিং দুর্দশার কারণে সেমিতেই বিদায় নিশ্চিত হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১২১/১০ (২৬.৩ ওভার)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ১২৩/২ (১৬.৩ ওভার)
ফলাফল : পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৫/বিটি
