Connect with us
অন্যান্য

ভুটানকে হারিয়ে ফুটসালে বাংলাদেশের প্রথম জয়

futsal team
বাংলাদেশ ফুটসাল দল। ছবি: সংগৃহীত

ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। ফুটসাল টুর্নামেন্টে অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ পুরুষ দল। নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে ৪–১ গোলে হারিয়ে আন্তর্জাতিক ফুটসালে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোলের লিড পায় দল। দু’টি গোলই করেন মঈন, যিনি সামনে থেকে দলকে টেনে নেন। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল ২–০।

দ্বিতীয়ার্ধে ভুটান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। একটি আক্রমণে বল পোস্টে লেগে ফিরে এলে ম্যাচে ফেরার সুযোগ হারায় তারা। এরপর ফয়সালের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। শেষ দিকে ইব্রাহিম গোল করলে জয় একরকম নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ৪–১ ব্যবধানে মাঠ ছাড়ে বাংলাদেশ।



ম্যাচের আগে সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে কিছুটা অস্বস্তি পড়ে দল। টুর্নামেন্টের মাঝপথে এমন পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলে দলের ভেতরে। তবে মাঠে নামার পর সেই চাপকে পেছনে ফেলে খেলেছেন ফুটসালাররা।

বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল গত বছর এশিয়ান ফুটসাল টুর্নামেন্ট দিয়ে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই আসরে কোনো ম্যাচেই জয় পায়নি দল। সাফ ফুটসালেও প্রথম দুই ম্যাচে জয় ধরা দেয়নি ভারতের বিপক্ষে ড্রয়ের পর মালদ্বীপের কাছে হার। তৃতীয় ম্যাচে এসে ভুটানকে হারিয়ে সেই অপেক্ষার অবসান হলো।

এবারের সাফ ফুটসালে নারী ও পুরুষ দুই বিভাগেই ছয়টি দেশ অংশ নিচ্ছে। নারী বিভাগে বাংলাদেশ দুই ম্যাচে এক জয় ও এক ড্র করেছে। পুরুষ বিভাগে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হার নিয়ে টুর্নামেন্টে আছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন।

আগামীকাল সাফ ফুটসালে বাংলাদেশের নারী দল নেপালের বিপক্ষে মাঠে নামবে।

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য