প্রথমবারের মতো হকি যুব বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ। ইতোমধ্যেই চলমান এই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে অবস্থান নির্ধারণী ম্যাচে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে হকির বিশ্বমঞ্চে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে বাংলার দামাল ছেলেরা।
আজ বৃহস্পতিবার ভারতের মাদুরাইতে আমিরুল ইসলাম ও রাকিবুল হাসান রকির হ্যাটট্রিকে বড় এই জয় পেয়েছে বাংলাদেশ। চলতি এই জুনিয়র বিশ্বকাপে এর আগে খেলার কঠিন তিন ম্যাচের দুটিতেও হ্যাটট্রিক ছিল আমিরুল ইসলামের। আজ তিনি করেছেন একাই ৫ গোল। এতে টুর্নামেন্টে আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে গেছেন তিনি।
২৪ দলের এই টুর্নামেন্টে নিজেদের গ্রুপে খেলা তিন ম্যাচের দুটিতে পরাজয় ও একটিতে ড্র করেছে বাংলাদেশ। এতে চার দলের মধ্যে তৃতীয় অবস্থানে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। গ্রুপ পর্বে বাংলাদেশ হেরেছিল অস্ট্রেলিয়া ও ফ্রান্সের কাছে। ওপর ম্যাচে ৩-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে যুবারা।
আগামী ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়া এবং মিশরের মধ্যেকার বিজয়ী দলের মুখোমুখি হবে। এদিকে আজকের ম্যাচে আমিরুল ইসলামের ৫ গোল ছাড়াও রাকিবুল ৩, সাজু ও আব্দুল্লাহ জোড়া এবং ওবায়দুল এক গোল করেছেন। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছেন লাল-সবুজের জার্সিতে খেলা আমিরুল।
উল্লেখ্য, এর আগে কখনো বাছাইপর্ব পেরিয়ে হকি বিশ্বকাপের মূলপর্ব খেলা হয়নি বাংলাদেশের সিনিয়র দল থেকে শুরু করে বয়স ভিত্তিক কোন দলের। এবারই প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত গত বছর যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান নিশ্চিত করায় বয়সভিত্তিক এই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এফএএস