Connect with us
ফুটবল

লাওসকে হারিয়ে এশিয়ান কাপের বাছাইয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

Bangladesh make a brilliant start to Asian Cup qualifiers with win over Laos
লাওসকে ৩-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশের। ছবি- বাফুফে

সদ্যই ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার এশিয়ার বড় মঞ্চে খেলতে গিয়ে সেই ছন্দ ধরে রেখেছে বাঘিনীরা। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটাও জয়ে রাঙালো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে আফঈদা-সাগরিকারা।

আজ (বুধবার) বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওস অনূর্ধ্ব-২০ নারী দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

সবশেষ অনূর্ধ্ব-২০ নারী সাফের টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাগরিকা। আসরে মাত্র ৩ ম্যাচে করেন ৮ গোল। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এশিয়ার শীর্ষ মঞ্চেও। তার জোড়া গোলেই দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া আরেকটি গোল করেন মিডফিল্ডার মুনকি আক্তার।



ভিয়েনতিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে দলকে প্রথম গোল এনে দেন সাগরিকা। শান্তি মার্ডির কর্নার থেকে দুর্দান্ত এক হেডে লাওসের জালে বড় জড়ান এই ফরোয়ার্ড।

এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লিড বাড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ। ম্যাচের ৫৮তম মিনিটে লিড বাড়ান মুনকি আক্তার। বা প্রান্ত থেকে তৃষ্ণার দারুণ এক পাসে বক্সের ভেতরে বল পেয়ে যান মুনকি। এরপর প্রতিপক্ষের অধিনায়ক নিতজা সুমালুকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লিড বাড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ। ম্যাচের ৫৮তম মিনিটে লিড বাড়ান মুনকি আক্তার। বা প্রান্ত থেকে তৃষ্ণার দারুণ এক পাসে বক্সের ভেতরে বল পেয়ে যান মুনকি। এরপর প্রতিপক্ষের অধিনায়ক নিতজা সুমালুকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান এই মিডফিল্ডার।

ম্যাচের শেষদিকে এক গোল শোধ দেয় লাওস। ৮৭তম মিনিটে ওনসির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সাগরিকার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

আগামী ৮ আগস্ট বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের মুখোমুখি হবে বাংলাদেশ। লাও ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল