Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু বাংলাদেশের

Bangladesh made a flying start to the World Cup with a win over Pakistan.
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয়বার অংশ নিয়েছে বাংলাদেশ। নিজেদের খেলা প্রথম আসরে কেবল একটি জয় পেয়েছিল টাইগ্রেসরা। সেই জয়টি এসেছিল পাকিস্তানের বিপক্ষে। এবার দ্বিতীয় আসরের শুরুটা সেই পাকিস্তানকে হারিয়েই করলো লাল-সবুজের দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১২৯ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।

এদিন রানতাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় দিয়ানা বেগের শিকার হয়ে ফেরেন ফারজানা হক। ১৭ বলে খেলে মাত্র ২ রান করেন এই ওপেনার। এরপর শারমিন আক্তার এসে আরেক ওপেনার রুবাইয়া হায়দারকে সঙ্গ দেন। তবে এই জুটিতে ২৮ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। দলীয় ৩৫ রানের মাথায় শারমিনকে ফিরিয়ে জুটি ভাঙেন রামিন শামীম। তিনে নেমে ৩০ বলে ১০ রান করে ফেরেন এই ইনফর্ম ব্যাটার।



এরপর রুবাইয়াকে সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এজ জুটিতেই জয়ের পথ তৈরি করে নেয় বাংলাদেশ। ৭৭ বলে ৬২ রান যোগ করেন তারা। দলীয় ৯৭ রানের মাথায় ফাতিমাকে উইকেট দিয়ে ফেরেন জ্যোতি। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৪ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

জ্যোতি ফেরার পর ফিফটি তুলে নেন রুবাইয়া। পাঁচে নামা সোবহানা মোস্তারি ও রুবাইয়া মিলে ৩৪ রানের অপিরাজিত জুটি গড়ে জয় নিশ্চিত করেন। রুবাইয়া ৭৭ বলে ৮ চারের মারে ৫৩ রান করে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে সোবহানা ১৯ বলে ৬ চারের মারে ২৪ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারের দুই উইকেট হারায় তারা। পরবর্তীতে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ১২৯ রানেই গুটিয়ে যায় ফাতিমা সানার দল।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ২৩ রানের ইনিংস খেলেন রামিন শামীম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ বলে ২২ রান আসে অধিনায়ক ফাতিমার ব্যাট থেকে৷ এছাড়া মুনেবা আলী ১৭, দিয়ানা বেগ ১৬, সিদরা নাওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। গোল্ডেন ডাক মারেন ওপেনার ওমাইমা সোহেল ও তিনে নামা সিদরা আমিন।

বাংলাদেশের পক্ষে ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার। স্পিনার নাহিদা আক্তার ৮ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। পেসার মারুফা আক্তার ৭ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর : 

পাকিস্তান নারী দল: ১২৯/১০ (৩৮.৩ ওভার)

বাংলাদেশ নারী দল: ১৩১/৩ (৩১.১ ওভার)

ফলাফল: বাংলাদেশ নারী দল ৭ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট