জাতীয় খেলা কাবাডিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার যেন বাংলাদেশের চিরচেনা চিত্র। ব্যতিক্রম হলো না নারী কাবাডি বিশ্বকাপেও। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ হারলো ৪৩-১৮ পয়েন্টে।
ম্যাচের প্রথম পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। ভারতের কোর্টে গিয়ে একজন খেলোয়াড়কে ছুঁয়ে ফিরে আসেন বাংলাদেশের রাইডার। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। একের পর এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে দ্রুতই বড় ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধান দাঁড়ায় ২৯-৮।
নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করেছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে তেমন কিছু হয়নি। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেললেও ফল আসেনি। নির্ধারিত সময় শেষে তিনটি ‘লোনা’সহ ভারতের সঙ্গে চূড়ান্ত ব্যবধান দাঁড়ায় ৪৩-১৮।
বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে থাকবে-এটি আগেই অনুমেয় ছিল। আন্তর্জাতিক টুর্নামেন্টের ফলাফলে ভারতের ধারেকাছেও নেই বাংলাদেশ। শারীরিক সক্ষমতা, কৌশল কিংবা ট্যাকটিকস-সব দিক থেকেই ভারত আধিপত্য দেখিয়েছে।

ম্যাচ শেষে বাংলাদেশের ৩ নম্বর জার্সিধারী বৃষ্টি বিশ্বাসও তা স্বীকার করেন। তিনি বলেন, আসলে ভারত আমাদের চেয়ে অনেক ভালো দল। আমাদের মূল টার্গেট ২২ তারিখে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ। তাই ইনজুরির ঝুঁকি না নিয়ে কিছুটা আড়ষ্ট হয়েই খেলেছি।
ভারতের সঙ্গে ব্যবধান কমবে কবে-এমন প্রশ্নে তিনি বলেন, আমরা প্রতিটি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করি। ব্যবধান কমিয়ে আনার চেষ্টা চলছে।
ভারতের অধিনায়ক বলেন, আমরা বেশ ভালো ম্যাচ খেলেছি। দীর্ঘদিন ক্যাম্পে থাকার ফল পেয়েছি।
তিনি জানান, এবারের আসরে তাদের লক্ষ্য শিরোপা জয়।
উল্লেখ, ভারত এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ান।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/এনজি