Connect with us
ক্রিকেট

ভারতের কাছে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

বাংলাদেশ-ভারত চেন্নাই টেস্ট। ছবি- ক্রিকইনফো

নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এই ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চেন্নাইয়ে স্বাগতিকদের কাছে রীতিমত ধরাশায়ী হয়েছে টাইগাররা। ২৮০ রানের বিশাল পরাজয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল শান্ত বাহিনী।

চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আজ রোববার ভারতের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে টাইগারদের সামনে ছিল ৫১৫ রানের বিশাল টার্গেট। গতকাল ৪ উইকেট খরচায় ১৫৮ রান পর্যন্ত তুলেছিল সফরকারীরা। তবে আজ দিনের প্রথম সেশনের খেলায় বাকি ৬ উইকেট হারিয়ে পরাজয় বরণ করে বাংলাদেশ।

বড় লক্ষে ব্যাট করতে নেমে টাইগাররা দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে তুলতে পারে মাত্র ২৩৪ রান। অবশ্য আজ চতুর্থ দিনের খেলায় প্রথম দেড় ঘন্টা কোন উইকেট না হারিয়ে দলকে আশা দেখাচ্ছিল সাকিব আল হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে এদিন নিজের প্রথম ওভারে বল করতে এসে সাকিবের উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। আর এরপরই ধারাবাহিকভাবে পড়তে থাকে টাইগারদের বাকি উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করে আউট হন নাজমুল শান্ত। আর সাকিব খেলেন ২৫ রানের একটি ইনিংস। এদিকে প্রথম ছয় ব্যাটার বাদে আর কেউ পাননি দুই অঙ্কের রানের দেখা।

লিটন দাস আউট হয়েছেন ১ রান করে। মেহেদি মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। পাকিস্তান সিরিজে দলের হাল ধরলেও ভারত সফরে নিজেদের জাত চেনাতে পারেননি এই দুই লোয়ার অর্ডার ব্যাটার। এছাড়া ওপেনিংয়ে নেমে যথাক্রমে ৩৩ ও ৩৫ রান করেছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। মুশফিক ও মমিনুল করেছিলেন সমান ১৩ রান।

এই ম্যাচের ফলাফল অনেকটাই নির্ধারণ হয়ে গিয়েছিল প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায়। ভারতের ৩৭৬ রানের বিপরীতে প্রথম ইনিংসে টাইগাররা করেছিল মাত্র ১৪৯ রান। এরপর বিশাল লিড নিয়ে ব্যাটিং করতে নেমে শান্তদের ৫১৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা। এখানে রানের বিচারে এটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে পরাজয়।

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। যেখানে সিরিজের সমতা ফেরানোর পাশাপাশি ইতিহাস গড়ার দিকে নজর রাখবে বাংলাদেশ। কেননা ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে ১২ পরাজয়ের বিপরীতে কোন জয় নেই টাইগারদের।

আরও পড়ুন: সাকিব-কোহলির খুনসুটিতে মজা পেয়েছেন মালিঙ্গা

ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট