
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই লড়াকু পারফরম্যান্সে জয় পেয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
এর আগে প্রথম ম্যাচে দারুণ শুরু করেও হঠাৎ ব্যাটিং ধসে ভেঙে পড়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে সেই একই চিত্র দেখা যায় স্বাগতিক শ্রীলঙ্কার ইনিংসে। লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পেয়েও মিডল অর্ডারে ধস নামে লঙ্কানদের, যা থেকে আর ফিরতে পারেনি তারা।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয়ে তোলে ২৪৮ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান। তার ইনিংসটি ছিল দৃঢ় ও দায়িত্বশীল, যা দলের ভিত্তি গড়তে সহায়তা করে। তবে মিডল অর্ডারে ধারাবাহিকতা না থাকায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি।
আরও পড়ুন
» আজও হাসেনি শান্তর ব্যাট, ফিফটি করে ফিরলেন ইমন
» এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত সমাপ্তি, অপরাজিত থাকলো বাংলাদেশ
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। কিন্তু মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। এখন সব কিছু নির্ভর করছে শেষ ওয়ানডে ম্যাচের ওপর, যা হবে সিরিজ নির্ধারণী লড়াই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৪৮/১০ (৫০)
শ্রীলঙ্কা : ২৩২/১০ (৪৮.৫)
ফলাফল : বাংলাদেশ ১৬ রানে জয়ী।
ক্রিফোস্পোর্টস/০৫জুন২৫/এসএ
