
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকায় টানা দুটি সিরিজ খেলে ক’দিন আগেই দেশে ফেরেন আজিজুল হাকিম তামিমরা। এরপর মাত্র এক সপ্তাহ অনুশীলন করেই ফের বিদেশের মাটিতে সিরিজ খেলতে উরাল দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে রোববার (৩১ আগস্ট) রাত ৮টায় ঢাকা ছেড়েছেন যুবারা। দলে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা সবাই একসঙ্গে এই সফরে গেছেন।
ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। সিরিজটি শুরু হবে চলতি মাসের ৫ তারিখ। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে; ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে যারা আছেন
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার
স্ট্যান্ড বাই থাকছেন যারা
আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/এনজি
