
ওয়ানডে ক্রিকেটকে বলা হয় বাংলাদেশের পছন্দের ফরমেট। তবে নিজেদের সেই প্রিয় ঘরানার ক্রিকেটে যেন সাম্প্রতিক সময় আরও বেশি ছন্নছাড়া টাইগাররা। গেল দেড় বছরের বেশি সময়ে ওয়ানডেতে কোন সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সর্বশেষ ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত করেছিল বাংলাদেশ। তারপর আরো ৪ ওয়ানডে ফরমেটের সিরিজে মাঠে নামার সুযোগ হয়েছে লিটন-মিরাজদের। তবে কোনোটাতেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। হারতে হয়েছে আফগানিস্তান (২-১), ওয়েস্ট ইন্ডিজ (৩-০), শ্রীলঙ্কা (২-১) ও পুনরায় আফগানিস্তানের (৩-০) কাছে।
টানা চার ওয়ানডে সিরিজে পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে আগামীকাল উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগের সম্প্রতি এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। যেখানে ২০ ওভারের ক্রিকেটে আফগানদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এমনকি এশিয়া কাপেও তাদের পরাজিত করেছিল লিটন দাসের দল। তবে নিজেদের পছন্দের ওয়ানডে ফরমেটে যেন ধরে রেখেছিল পুরনো ভাগ্য। সবগুলো ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
এদিকে গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও ঘটেছিল একই ঘটনা। টি-টোয়েন্টি সিরিজে তাদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে টাইগাররা। অবশ্য শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও উইন্ডিজদের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এফএএস
