Connect with us
ক্রিকেট

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

দেশের ক্রিকেটে এখন সবথেকে আলোচনার বিষয় আসন্ন বিপিএলের নিলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর ভক্ত সমর্থকরা যেন নিরব হয়ে গেছেন এই প্রতিযোগিতা নিয়ে। পুনরায় দর্শকদের উজ্জীবিত করতে এবং সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ ফের মাঠে নামবে বাংলাদেশ দল।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। যেখানে হারের ব্যবধান হতে পারতো আরও বড়। তবে তাওহীদ হৃদয়ের ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শনিবার (২৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের একই মাঠে সন্ধ্যা ৬টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও পরাজিত হলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে আয়ারল্যান্ড।



এর আগে দুই দফায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আইরিশরা। সেখানে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত মুখোমুখি ৯ ম্যাচের ৫টাতে জিতেছে বাংলাদেশ; বিপরীতে ৩ জয় পেয়েছে আইরিশরা; আরেকটি হয়েছে পরিত্যক্ত।

উল্লেখ্য, এর আগে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮২ রানের বড় টার্গেট দেয় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে পাওয়ার প্লেতেই মাত্র ২০ রান তুলতে নিজেদের ৪ উইকেট হারায় টাইগাররা। সেখান থেকে তাওহীদ হৃদয়ের ফিফটিতে ১৪২ রান পর্যন্ত তুলতে পারে বাংলাদেশ। আজ ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে চাইবে লিটন দাসের দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট