Connect with us
ফুটবল

দারুণ খেলছে বাংলাদেশ, চেপে ধরেছে শক্তিশালী কোরিয়াকে

শক্তিশালী কোরিয়ার জালে বল পাঠিয়ে বাংলাদেশের উল্লাস। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

নারী ফুটবল দলের সাফল্যের পালকে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন মুকুট। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচের প্রথমার্ধে শক্তিশারী দক্ষিণ কোরিয়াকে রীতিমত চাপের মুখে রেখেছে আফিদা খন্দকারের দল। লিড নিয়েও ১-১ গোল সমতায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।

বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিপক্ষ ৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া। ম্যাচের ১৫ মিনিটে তৃষ্ণার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে ৫ মিনিট পরই গোল শোধ করে কোরিয়া।

শান্তি মারদির বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষ বিপদসীমায় ঢোকেন সাগরিকা। তার শট দক্ষিণ কোরিয়া গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি সুযোগটা পেয়ে যান তৃষ্ণা। অপ্রস্তুত গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি বল জড়িয়ে দেন জালে।



তবে ম্যাচের ১৯তম মিনিটে বাঁপাশ থেকে উড়ে আসা ক্রস ঠেকাতে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রাণী। তাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান লি হায়ুন। এরপর দুই দলই চেষ্টা করলেও সাফল্য আসেনি আর।

প্রথমার্ধ শেষে এখনো গ্রুপের শীর্ষেই আছে পিটার বাটলারের শিষ্যরা। আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র কিংবা জয় পেলেই গ্রুপ বাংলাদেশ চলে যাবে প্রতিযোগিতার মূলপর্বে। বাংলাদেশ সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ড্র করলেও অবস্থানটা বদলাবে না। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, একাধিক দলের সমান পয়েন্ট হলে হেড টু হেড বিবেচনায় আসবে। আজ ড্র হলে হেড টু হেড একই থাকছে। এরপর গ্রুপের মধ্যে গোল ব্যবধান। সেটাও সমান। তখন বাইলজের ৭.২.২.৬ ধারা অনুযায়ী বেশি গোলের হিসাব হবে। বাংলাদেশ দুই ম্যাচে করেছে ১১ গোল, কোরিয়া ১০। এই হিসাবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ক্রিফোস্পোর্টস/১০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল