
শ্রীলঙ্কার সফরে টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজটা জয় দিয়ে শুরু হতে পারতো বাংলাদেশের। তবে প্রথম ওয়ানডেতে ব্যাটিং ধসের কারণে সহজ ম্যাচ কঠিন করে হেরেছে সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতার পর শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। শেষ ম্যাচে জয় পেলেই লঙ্কানদের মাটিতে এক নতুন ইতিহাস লিখবে টাইগাররা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
শ্রীলঙ্কার মাটিতে এর আগেও ওয়ানডেতে ১-১ সমতায় সিরিজ শেষ করেছিল বাংলাদেশ। তবে কখনো সিরিজ জিততে পারেনি তারা। ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সেই সিরিজে প্রথম ম্যাচে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর তৃতীয় ম্যাচে জয় নিয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।
আরও পড়ুন:
» ব্রাজিলের কোচিং প্যানেল ছাড়লেন ডেভিড আনচেলত্তি
» হংকংকে হারিয়ে এশিয়া কাপ হকির সেমিতে বাংলাদেশ
২০১৭ সালেও একইভাবে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, বাকি দুই ম্যাচের একটিতে বাংলাদেশ এবং অপরটিতে জয় পায় শ্রীলঙ্কা। এছাড়া ২০১৯ শ্রীলঙ্কার মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
অবশ্য ঘরের মাটিতে সবশেষ দুই ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ২০২১ সালে এবং ২০২৪ সালে দুটো সিরিজেই ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা। তবে এবার লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়ার পালা। নতুন ইতিহাস গড়তে সিরিজের শেষ ম্যাচে জয় পেতে হবে টাইগারদের।
আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/বিটি
