Connect with us
ক্রিকেট

ঐতিহাসিক ঘড়িঘরে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। ছবি: বিসিবি

সিলেটের ঐতিহাসিক আলী আমজাদ ঘড়িঘর রোববার বিকেলে পরিণত হয়েছিল ক্রিকেটের উৎসবমুখর আয়োজনে। সুরমা নদীর তীরে, কিনব্রিজ সংলগ্ন এই দেড়শ বছরের ঐতিহাসিক স্থানেই উন্মোচন করা হয় বাংলাদেশ–আয়ারল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বালবার্নি যৌথভাবে উন্মোচন করেন সিরিজের ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিবির পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা।

বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় ক্রিকেট ট্যুরিজমকে এগিয়ে নিতে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ট্রফি উন্মোচনের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এর আগে ঢাকায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায়। সিলেটেও এর আগে চা বাগান এলাকায় এমন আয়োজন হয়েছিল।



বিসিবির মতে, ঘড়িঘর প্রাঙ্গণে ট্রফি উন্মোচনের এই আয়োজন শুধু ক্রিকেট নয়, স্থানীয় ঐতিহ্য ও পর্যটনকেও সামনে নিয়ে এসেছে। এতে করে দেশের ইতিহাস ও পুরনো ঐতিহ্যগুলোকে ক্রিকেটের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা যাবে।

উল্লেখ্য, ১৮৭৪ সালে জমিদার নবাব আলী আহমদ খাঁ সুরমা নদীর তীরে নির্মাণ করেন এই ঘড়িঘরটি, যা পরে তাঁর ছেলে আলী আমজাদের নামে পরিচিত হয়। লোহার খুঁটির ওপর ঢেউটিনের গম্বুজে তৈরি এই স্থাপনাটি সিলেটের ঐতিহ্যের প্রতীক। ১৯৭১ সালে ধ্বংসের পর বেশ কয়েকবার সংস্কার করা হয়, সর্বশেষ ২০২১ সালে পুরোনো কাঠামো অক্ষুণ্ন রেখে নতুনরূপে সংরক্ষণ করা হয় ঘড়িঘরটি।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সিলেটে প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর শুরু হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট