Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত টানাপোড়েন, বিপিএলে আসছেন না রিধিমা

Ridhima Pathak BPL
বিপিএলে আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক।

খেলার মাঠে রাজনৈতিক উত্তাপ। উগ্র হিন্দুত্ববাদের আগ্রাসী আচরণ ঠেকেছে ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ-ভারত চলমান রাজনৈতিক টানাপোড়েনে সর্বশেষ সংযোজন ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। বিপিএলের একটি পর্বে উপস্থাপনা করার কথা ছিল তার। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, বিপিএলে আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক।

পূর্বের সূচি অনুযায়ী বিপিএলের ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্বে রিধিমাকে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ পাওয়া খবর, আসছেন না রিধিমা। ভারত-বাংলাদেশের চলমান টানাপোড়েনের প্রভাবেই এমন ঘটনা। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া ইস্যুতে দুই দেশের ক্রীড়াঙ্গনে চলছে শীতল সম্পর্ক।

বিপিএলের এবারের আসরের বড় আকর্ষণ ছিলেন দুই নারী উপস্থাপক পাকিস্তানের জয়নাব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। এর মধ্যে সিলেট পর্বে শুরু থেকেই দেখা গেছে জয়নাবকে। দারুণ উপস্থাপনায় বেশ ভালোভাবেই নজর কেড়েছেন তিনি। তবে সিলেট পর্বের কিছু ম্যাচ বাকি থাকতে দেশে ফিরে গেছেন জয়নাব। ঢাকা পর্বের জন্য ভারতীয় রিধিমার আসার কথা থাকলেও তিনি আসছেন না।



কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে উত্তাল ক্রিকেট বিশ্ব। হিন্দু উগ্রবাদীদের দাবি মেনে ফিজকে আইপিএল খেলতে দেয়নি ভারতীয় বোর্ড বিসিসিআই। তাদের নির্দেশেই মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ভারতের এমন আচরণের কঠোর জবাব দিয়েছে বাংলাদেশও। বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তারা, খেলা যেন নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। আইসিসি বিশ্বকাপের সূচি আগেই দিয়ে ফেলায় জটিলতা বেড়ে গেছে অনেকখানি। বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট