 
																												
														
														
													চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে বাংলাদেশের মাটিতে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বিশ্বকাপের আগে এবার ভারতীয় নারী দলকে টি-টোয়েন্টি সিরিজে আথিতিয়তা দেবে বাংলাদেশ।
এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ভারত। ইতোমধ্যে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে দুই দল। এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজকে সামনে রেখে চলতি মাসের ২৩ তারিখে বাংলাদেশে আসবে হারমানপ্রীত কৌরের দল। আর ২৮ তারিখে মাঠে গড়াবে সিরিজে প্রথম টি-টোয়েন্টি।
এরপর ৩০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ২, ৬ ও ৯ মে যথাক্রমে সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬ টায় এবং তৃতীয় ও চতুর্থ ম্যাচটি দুপুর ২ টায় শুরু হবে।
একনজরের সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
| তারিখ | ম্যাচ | সময় | 
| ২৮ এপ্রিল | প্রথম টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬ টা ৩০ | 
| ৩০ এপ্রিল | দ্বিতীয় টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬ টা ৩০ | 
| ২ মে | তৃতীয় টি-টোয়েন্টি | দুপুর ২ টা | 
| ৬ মে | চতুর্থ টি-টোয়েন্টি | দুপুর ২ টা | 
| ৯ মে | পঞ্চম টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬ টা ৩০ | 
আরও পড়ুন: ভারত সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	