Connect with us
ফুটবল

এশিয়ান কাপের বাছাই থেকে বিদায় নিল বাংলাদেশ-ভারত

বাংলাদেশের হামজা চৌধুরী ও ভারতের সুনীল ছেত্রী। ছবি- সংগৃহীত

প্রবাসে থাকা বিভিন্ন তারকা ফুটবলারদের ভিড়িয়ে শক্তিশালী দল গঠন করেছিল বাংলাদেশ। আর তাই এবারের এশিয়ান কাপ বাছাই পর্বে ভালো কিছু করার প্রত্যাশা জেগেছিল দেশের ফুটবল সমর্থকদের মাঝে। তবে শেষ পর্যন্ত হয়নি তেমন কিছুই। দুই ম্যাচ এখনও বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

নিজেদের খেলা প্রথম চার ম্যাচে দুই ড্রতে ২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে ‘সি’ গ্রুপের তৃতীয় অবস্থানে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের পয়েন্টও সমান ২। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকা গ্রুপের তলানিতে ভারত। আর সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষে হংকং এবং দুই নম্বরে সিঙ্গাপুর।

এখনো দুই ম্যাচ বাকি থাকলেও কাগজে-কলমে আর কোন সম্ভাবনা নেই বাংলাদেশের। কেননা চার দলের এই গ্রুপ থেকে মূল পর্ব খেলার সুযোগ পাবে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দল। কিন্তু যেকোনো সমীকরণেই আর গ্রুপের শীর্ষে ওঠা সম্ভব নয় বাংলাদেশের জন্য। কেননা বাকি দুই ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮।



এদিকে আগামী ১৮ অক্টোবর মুখোমুখি হবে হংকং ও সিঙ্গাপুর। সেখানে যেই দলই পয়েন্ট পাক না কেন, তারা চলে যাবে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। আর তাই এশিয়ান কাপের মূল পর্বে খেলা আনুষ্ঠানিক ভাবে অসম্ভব হয়ে পড়েছে বাংলাদেশের। একই ভাবে ছিটকে গেছে ভারতও।

তবে আজ নিজেদের খেলা চতুর্থ ম্যাচে ভারত যদি সিঙ্গাপুরকে রুখে দিতে পারত, তাহলে সুযোগ টিকে থাকত উভয় দলের। তবে শুরু এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে ভারত। আর এতেই নিশ্চিত হয়ে গেছে, হংকং কিংবা সিঙ্গাপুরের মধ্য থেকে কোনও এক দলই সুযোগ পাবে টুর্নামেন্টের মূল পর্বে খেলার।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সন্ধ্যায় হংকংয়ের মাটিতে তাদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। যেখানে আছে ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে হামজারা। এরপর একাধিক বার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফলতা পায়নি তারা। তবে ম্যাচের ৮৪ মিনিটে গোল করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন রাকিব হোসেন।

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল