
পাকিস্তানকে হোয়াইটওয়াশের মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা।
পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ-লিটন-জাকেররা ফিরে যাওয়ার পর মাঠে আছেন শামীম হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। নাঈম ১২ বলে ৭ রানে এবং শামীম ২ বলে ১ রানে ব্যাট করছেন।
এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন তানজিদ তামিম। সালমান মির্জার বলে কটবিহাইন্ড হয়ে ফেরেন এই মারকুটে ওপেনার। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পায় পাকিস্তান। ২ বল খেলে শূন্য রানে ফেরেন এই বাঁহাতি তরুণ ব্যাটার।
তানজিদ ফেরার পর বিপত্তি সামাল দিতে আসেন লিটন দাস। প্রথম ওভারের পঞ্চম বলে চার মেরে রানের খাতা খোলেন তিনি। তবে পরের ওভারেই ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। প্যাভিলিয়নে ফেরার আগে ৮ বলে ৮ রান করেন এই ডানহাতি।
আরও পড়ুন:
» শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় টার্গেট দিল পাকিস্তান
» ৮ দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ, ভেন্যু কোথায়?
এরপর মিরাজ এসে ভালো শুরুর আভাস দিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে ফাহিম আশরাফের বল তুলে মারতে গিয়ে মিডঅনে ধরা পড়েন এই ডানহাতি। ৮ বলে দুই চারের মারে ১০ রান করে ফেরেন এই তারকা।
ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন সালমান মির্জা। প্রথমে সবশেষ ম্যাচের নায়ক জাকের আলীকে এবং পরে শেখ মেহেদিকে ফেরান এই পেসার। দুইজনেই ফিরেছেন বোল্ড হয়ে। জাকের ২ বলে ১ এবং মেহেদি রানের খাতা খুলতে ব্যর্থ হন।
পাওয়ার প্লেতেই গুরুত্বপূর্ণ ৫টি উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে বাংলাদেশ। জয়ের জন্য আরো প্রয়োজন ১৫০ রান, হাতে আছে ৮৪ বল ও ৫টি উইকেট। এখান থেকে জয় পেতে ওভারপ্রতি ১০.৭১ গড়ে রান তুলতে হবে টাইগার ব্যাটারদের।
ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৫/বিটি
