 
																												
														
														
													এশিয়ান দলগুলো নিয়ে আবার হতে যাচ্ছে আঞ্চলিক টুর্নামেন্ট। তবে এবারের টুর্নামেন্টের নাম ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। যেখানে মূল দলের পরিবর্তে ‘এ’ টিম নিয়ে মাঠে নামবে প্রতিযোগীরা। কিন্তু সেখানেও থাকবে একাধিক জাতীয় দলের ক্রিকেটার। আর এই এশিয়া কাপেও শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।
এক কথায় বললে, গেল মাসে আয়োজিত এশিয়া কাপের মূল আসরের মতো করেই গ্রুপ ও প্রতিপক্ষ সাজানো হয়েছে। যেখানে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট আট দল। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তা ছাড়াও রয়েছে হংকং। আর ভারত ও পাকিস্তান আবারও একই গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ আরব আমিরাত ও ওমান।
আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৪ নভেম্বর কাতারে শুরু হবে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’ এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বেলা সাড়ে ১২টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ নভেম্বর হংকংয়ের বিপক্ষে।
এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে যথাক্রমে ১৭ ও ১৯ নভেম্বর। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেমিফাইনাল দুটি হবে একই দিন ২১ নভেম্বর। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২৩ নভেম্বর।
‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’ টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে ‘এ’ দল নিয়ে। অপর দিকে তুলনামূলক পিছিয়ে থাকা হংকং, ওমান, সংযুক্ত আরব আমিরাত খেলবে তাদের মূল দল নিয়ে। জানা গেছে বাংলাদেশ ‘এ’ দল নিয়ে মাঠে নামলেও সেখানে থাকবে একাধিক জাতীয় দলের ক্রিকেটার।
এর আগে গেল মাসে আয়োজিত এশিয়া কাপে গ্রুপ পর্বের পর খেলা হয়েছিল সুপার ফোর রাউন্ড। এবার অবশ্য থাকছে না সেটি। তখন বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে উঠেছিল। যেখানে শুরুতে শ্রীলঙ্কাকে হারালেও ভারত ও পাকিস্তানের কাছ হেরে হাতছাড়া করে ফাইনাল খেলার সুযোগ। এবার হয়তো জাতীয় দলের ভুল গুলো শুধরাতে চাইবে ‘এ’ দল।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	