Connect with us
ক্রিকেট

একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় দুটিতে বাংলাদেশ

Bangladesh vs England_2016 Test
২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ছবি- সংগৃহীত

দুই যুগেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। এই অভিজ্ঞতা নিয়েও লাল বলের ক্রিকেটে এখনো ধুকছে টাইগাররা। যে কারণে তবে এখন পর্যন্ত ধরা দেয়নি বড় কোনো সাফল্য। কিন্তু বড় সাফল্য না পেলেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে হারানোর রেকর্ডও রয়েছে টাইগারদের। একইভাবে প্রতিপক্ষের বিপক্ষে জেতা ম্যাচ হারের রেকর্ড রয়েছে। বাংলাদেশের এমনই জয়-পরাজের দুটি টেস্ট সিরিজ স্থান করে নিয়েছে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায়।

একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে ‘ক্রিকেটের বাইবেল’খ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন। যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি টেস্ট সিরিজ। যার মধ্যে একটিতে বাংলাদেশের ইতিহাসগড়া জয় রয়েছে এবং অপরটিতে প্রতিপক্ষের এক ক্রিকেটারের কাছেই হার মেনেছে টাইগাররা।

বাংলাদেশের ইতিহাসগড়া সিরিজটি হচ্ছে ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ২২ রানে হেরেছিল টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে সহজ জয় থেকে ছিটকে গিয়ে হেরেছিল ইংলিশরা। মিরপুরে বাংলাদেশের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান তুলে নিয়েছিল সফরকারীরা। তবে পরবর্তী ৬৪ রানের মধ্যেই সবকটি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাতে ১০৮ রানের ঐতিহাসিক জয় পায় স্বাগতিক বাংলাদেশ।



Bangladesg vs England

ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। ছবি- উইজডেন 

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার এই টেস্ট সিরিজটি উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় ১৫ নম্বরে অর্থাৎ সবার শেষে স্থান পেয়েছে। এই তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের আরেকটি সিরিজ হচ্ছে ২০২১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। তুলনামূলক দুর্বল স্কোয়াড নিয়ে আসা ক্যারিবিয়ানরা সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছিল।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানেই ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তীতে কাইল মায়ার্সের ২১০ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছিল সফরকারীরা। এরপর দ্বিতীয় টেস্টে ২৩১ রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে ১৭ রানে জয় তুলে নিয়েছিল ক্যারিবিয়ানরা। আর এই সিরিজটি তালিকার তালিকার ৭ নম্বরে জায়গা পেয়েছে।

Bangladesh vs West Indies

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা। ছবি- উইজডেন 

উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে ২০২০-২১ মৌসুমে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। যেখানে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডও রয়েছে ভারতের। প্রথম টেস্টে ৮ উইকেটের ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জয় তুলে নিয়েছিল ভারত। এরপর তৃতীয় টেস্ট ড্র হলে, চতুর্থ টেস্টে ৩ উইকেটের জয় নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। উইজডেনের চোখে এটাই একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজ।

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট