Connect with us
ফুটবল

বড় জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

BD win SAFF
সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। ছবি-বাফুফে

মালদ্বীপের সাথে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয়। তাতেই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। রবিবার ভুটানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। তাতে পৌঁছে গেলো সেমিফাইনালে।

ভারতের অরুণাচলে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পায় গোলাম রব্বানি ছোটনের দল। গ্রুপ ‘এ’তে প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে এগিয়ে গিয়েও ম্যাচটা জিততে পারেনি ফয়সালরা। ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। এক পয়েন্ট করে পায় দু’দল।

SAFF BD

ভুটানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ছবি- বাফুফে

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের যুবাদের। গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনালে যেতে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না লাল-সবুজের প্রতিনিধীদের। আগের ম্যাচের ভুল থেকে সতর্ক হয়েই এই ম্যাচে লড়তে থাকে ছোটনের শিষ্যরা। নিজেদের রক্ষন সুরক্ষিত রেখে বলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে তারা। ১৩ মিনিটেই আসে সাফল্য।


আরও পড়ুন:

» আবারও গোল পেলেন মেসি, তবুও লজ্জার রেকর্ড!

» সামিতের অ্যাসিস্টে প্রিমিয়ার লিগে বড় জয় পেল কাভালরি


দৃষ্টিনন্দন গোলে দলকে লিড এনে দেন মুর্শেদ। গোছালো ফুটবলে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। মুর্শেদের ক্রস ভুটানের এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় সুমন সরেনের কাছে। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি সুমন। তার শট আটকাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক।

এরপর কর্ণার থেকে আরো একটি গোলের সম্ভাবনা তৈরি হয়েছিলো। তবে ভুটানের গোলরক্ষক তা রুখে দেন। পাল্টা আক্রমনে ভুটানও চেষ্টা করে ব্যবধান কমানোর। তবে মাহিনের দৃঢ়তায় তা হয়নি। ম্যাচ শেষের যোগ করা সময়ে আবারো মুর্শেদের ক্রস থেকে বলকে জালে পাঠান অধিনায়ক ফয়সাল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল