
আগামী বছর চীনের মাটিতে বসবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের ১০তম আসর। এই টুর্নামেন্টের চূড়ান্ত দল নির্ধারণে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ। এই বাছাইপর্ব সামনে রেখে আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নেবে এশিয়ার ২৭টি দল। এই দলগুলোকে ভাগ করা হয়েছে ৮ গ্রুপে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে খেলবে ৩টি দল। বাকি দুটি দল হলো জর্ডান ও চাইনিজ তাইপে। ‘এইচ’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জর্ডানে।
গ্রুপ ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে চারটি করে দল খেলবে। বাকি পাঁচটি গ্রুপে তিনটি করে দল খেলবে। বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন নিয়ে মোট ৮দল মূল পর্বের টিকিট পাবে।
আগামী ১৩ অক্টোবর থেকে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো শুরু হবে, যা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ৮টি গ্রুপের ম্যাচ আট দেশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশের ম্যাচগুলোর চূড়ান্ত সূচি এখনো প্রকাশিত হয়নি।
২০২৬ অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ
‘এ’ গ্রুপ: তাজিকিস্তান (স্বাগতিক), ফিলিপাইন, মালয়েশিয়া, সিরিয়া
‘বি’ গ্রুপ: সৌদি আরব (স্বাগতিক), ইরান, লেবানন, কুয়েত
‘সি’ গ্রুপ: মিয়ানমার (স্বাগতিক), ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, ম্যাকাউ
‘ডি’ গ্রুপ: ভিয়েতনাম (স্বাগতিক), চীন, হংকং, গুয়াম
‘ই’ গ্রুপ: সিঙ্গাপুর (স্বাগতিক), অস্ট্রেলিয়া, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
‘এফ’ গ্রুপ: থাইল্যান্ড (স্বাগতিক), নেপাল, তুর্কমেনিস্তান
‘জি’ গ্রুপ: কিরগিজস্তান (স্বাগতিক), ভারত, উজবেকিস্তান
‘এইচ’ গ্রুপ: জর্ডান (স্বাগতিক), বাংলাদেশ, চাইনিজ তাইপে
উল্লেখ্য, আগামী বছরের ৩০ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ। ১২ দল নিয়ে চীনে অনুষ্ঠিত হবে নারীদের বয়সভিত্তিক এই টুর্নামেন্ট।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/বিটি
