
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। এশিয়ার শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে আসন্ন এই টুর্নামেন্টের চার পটের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান।
১২ দলের এই টুর্নামেন্টে তিন গ্রুপের মধ্যে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফলতম দুই দল চীন ও উত্তর কোরিয়া। এছাড়া আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান
ড্রতে পট-৪ এ ছিল বাংলাদেশ। আর তিন প্রতিপক্ষ এসেছে বাকি তিনটি পট থেকে। যেখানে পট-১ থেকে উত্তর কোরিয়া, পট-২ থেকে চীন এবং পট-৩ থেকে উজবেকিস্তানকে পেয়েছে আফঈদা-ঋতুপর্ণারা।
আরও পড়ুন:
» ডি পল’এ শক্তি বাড়ছে মেসিদের?
» ইয়ামালকে মেসির সাথে তুলনা, প্রতিক্রিয়া জানালেন গার্দিওলা
এবারের নারী এশিয়ান কাপে দক্ষিণ এশিয়া থেকে খেলবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের সঙ্গে একই পটে ছিল প্রতিবেশী এই দেশটি। ড্র শেষে ‘সি’ গ্রুপে পড়েছে তারা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে।
এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্বাগতিকরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিনসকে।
এর আগে জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপ থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বাছাইপর্বে শক্তিশালী মিয়ানমারসহ বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দল চীন। এখন পর্যন্ত ৯টি শিরোপা জিতেছে তারা। আর দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দল দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত তিনবার শিরোপা স্বাদ পেয়েছে দলটি। আর এই সফলতম দুই দলই খেলবে বাংলাদেশের গ্রুপে। তাই বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। এছাড়া আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান এ নিয়ে ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।
উল্লেখ্য, আগামী বছরের ১ মার্চ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও চীন। সবশেষ ২০২২ আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে হারিয়ে নবম শিরোপা ঘরে তুলেছিল দলটি।
ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/বিটি
