Connect with us
ক্রিকেট

রাকিবুলের দুর্দান্ত বোলিংয়ে লিড নিয়েও বিপদে বাংলাদেশ

Bangladesh take lead thanks to Rakibul's excellent bowling
প্রোটিয়াদের বিপক্ষে একাই ৭ উইকেট নিয়েছেন রাকিবুল। ছবি- বিসিবি

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২৪৩ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এই স্পিনার একাই প্রোটিয়াদের ৭টি উইকেট তুলে নেন।

৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দিনের শেষদিকে ৫ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শিবলি ২ বলে ১ রান করে ফিরে গেছেন। এছাড়া রিজওয়ান চৌধুরি ফিরে গেছেন ৪ রান করে। এতে তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৭০ রান।

আরও পড়ুন :

» গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুরের ম্যাচ কবে-কখন

» সৌম্যর চোটে কপাল খুলল মিরাজের

বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৮ রানের জবাবে বেশ দারুণভাবেই ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ১৪৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল তারা। আজ তৃতীয় দিনের খেলা শুরুর পর স্বাচ্ছন্দের সঙ্গেই এগিয়ে যাচ্ছিলেন জর্জ ফন হার্ডিন ও রিচার্ড সেলেতসোয়ানে। দলীয় ১৭৪ রানের মাথায় হার্ডিনকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন রাকিবুল। ১২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করে ফেরেন হার্ডিন।

এর কিছুক্ষণ পরেই সেলেতসোয়ানেকেও ফেরান রাকিবুল। ১৪৬ বলে ৩ চারে ৪৩ রান করেন এই ব্যাটার। এরপর আরও দুটি উইকেট হারায় সফরকারীরা। তবে অষ্টম উইকেটে টিয়ান ফন ফুরেন ও আন্দিল মোগাকানে মিলে ৪৬ রানের জুটি গড়েন। পরবর্তীতে এই দুই ব্যাটারসহ মোট তিন উইকেট নিয়ে প্রোটিয়া ইনিংসের ইতি টানেন রাকিবুল। এর মধ্যে শেষ দুই বলে তার জোড়া শিকার মোগাকানে ও সেপো এনতুলি।

রাকিবুল ৩১.৪ ওভারে ১০ মেডেনসহ ৬৪ রান খরচায় ৭ উইকেট শিকার করেন। এছাড়া রিপন মন্ডল ২টি এবং মঈন খান একটি উইকেট শিকার করেন।

ক্রিফোস্পোর্টস/২২মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট