
আগামী বছর পর্দা উঠছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসরের। গতবারের মতো এবারও এই টুর্নামেন্টের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই টুর্নামেন্টে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ৯টি। বাকি দল ৭টি দল বাছাইপর্ব খেলে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা পাবে।
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাছাইপর্ব। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্বে লড়বে ৩৮ দল। এই দলগুলোকে মোট সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে এ থেকে সি গ্রুপে ছয়টি করে দল এবং ডি থেকে জি গ্রুপে পাঁচটি করে দল খেলবে।
এর মধ্যে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। যেখানে খেলবে ৬টি দল। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার দুই শক্তিশালী দল চীন ও বাহরাইন। এছাড়া বাকি তিনটি দল হলো- পূর্ব তিমুর, ব্রুনাই ও শ্রীলঙ্কা। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চীনে।
আগামী ২২ নভেম্বর পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ নভেম্বর ব্রুনাই, ২৬ নভেম্বর শ্রীলঙ্কা, ২৮ নভেম্বর বাহরাইন এবং ৩০ নভেম্বর স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে পর্যায়ক্রমে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দল পাবে মূল পর্বের টিকিট।
ইতোমধ্যে জায়গা নিশ্চিত হয়েছে ৯টি দলের। যেখানে স্বাগতিক হিসেবে জায়গা পেয়েছে সৌদি আরব। এছাড়া কাতার, উজবেকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাজিকিস্তান, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া বাছাইপর্ব ছাড়াই মূল পর্বের টিকিট পেয়েছে। বাছাইপর্বে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলসহ মোট ৭দল বাকি শূন্যস্থান পূরণ করবে।
২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে ‘এ’ গ্রপ : চীন (স্বাগতিক), বাংলাদেশ, বাহরাইন, পূর্ব তিমুর, ব্রুনাই ও শ্রীলঙ্কা।
২০২৬ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের ম্যাচসূচি
তারিখ | ম্যাচ |
২২ নভেম্বর | বাংলাদেশ বনাম পূর্ব তিমুর |
২৪ নভেম্বর | বাংলাদেশ বনাম ব্রুনাই |
২৬ নভেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা |
২৮ নভেম্বর | বাংলাদেশ বনাম বাহরাইন |
৩০ নভেম্বর | বাংলাদেশ বনাম চীন |
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/বিটি
