Connect with us
ক্রিকেট

পরবর্তী দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের প্রত্যাশা জানাল বাংলাদেশ

Bangladesh begin T20 series with a defeat due to batters’ failure.
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রায় দেড় বছর পর ওয়ানডে সিরিজে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করার ইঙ্গিত দিয়ে রেখেছিল টাইগাররা। তবে সংক্ষিপ্ততম ফরমেটের সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। তবুও বাকি দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের প্রত্যাশা জানাল বাংলাদেশ।

গতকাল ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ঘরের মাঠে ইতিবাচক ফলাফল আশা করছেন তিনি। প্রথম ম্যাচে দিন খারাপ যাওয়ার কথা উল্লেখ করে পরবর্তী দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর হুংকার দিয়ে রেখেছেন ২৩ বছর বয়সী বাংলাদেশি পেসার।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘এই সিরিজেও ভালো করার আত্মবিশ্বাস ছিল। কারণ, আমরা নিয়মিত ভালো করে আসছিলাম টি-টোয়েন্টিতে। আজ (গতকাল) হেরে গেছি। দিনটা খারাপ ছিল। পরের দুই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব করব ইনশাআল্লাহ। এখানে আর পেছনে ফেরার সুযোগ নেই। আর এক ম্যাচ হারলেই সিরিজ হারব।’



বাংলাদেশ নিজেদের খেলা শেষ চার টি-টোয়েন্টি সিরিজেই জয়ের দেখা পেয়েছে। এছাড়া ঘরের মাঠে খেলা সর্বশেষ সিরিজ গুলোতেও ভালো স্মৃতি রয়েছে টাইগারদের। তাই চলমান হোম সিরিজও ভালো করার প্রত্যাশা জানালেন তিনি, ‘ঘরের মাঠে যেহেতু খেলা, অবশ্যই সিরিজ জয়ের চেষ্টা করব। বিদেশে যেহেতু জিতেছি, এখানেও সিরিজ জয়ের সুযোগ রয়েছে।’

উল্লেখ্য, আগামীকাল ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরবর্তী ৩১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ঢাকায় দুই দলের মধ্যকার অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট