
আগামী শুক্রবার (২৯ আগস্ট) থেকে ভারতে শুরু হচ্ছে হকি এশিয়া কাপের ১২তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে আজ (মঙ্গলবার) ভারত গেছে জাতীয় হকি দল। ভারতের বিহার রাজ্যের রাজগিরে ৮ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
শুরুতে বাংলাদেশ এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। তবে শেষ সময়ে এসে টিকিট পায় লাল-সবুজের দল। মূলত পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেওয়ায় সুযোগ মিলেছে বাংলাদেশের। একইভাবে সুযোগ মিলেছে কাজাখস্তানেরও। ওমান নাম সরিয়ে সুযোগ মিলেছে এই দলটির।
আসরটিতে দুই গ্রুপে ভাগ হয়ে ৮ দল অংশ নেবে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। এ ছাড়া বাকি দু’টি দল হলো মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। অন্যদিকে ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতসহ রয়েছে জাপান, চীন ও কাজাখস্তান।
আগামী ২৯ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। শুরুতে প্রতিপক্ষ মালয়েশিয়া। এরপর ৩০ আগস্ট চাইনিজ তাইপে এবং ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
২০২৫ হকি এশিয়া কাপে বাংলাদেশ দল—
গোলরক্ষক: বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।
ডিফেন্ডার: মোহাম্মদ আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু, হোজাইফা হোসেন, ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, আমিরুল ইসলাম ও মোহাম্মদ মেহেদী হাসান।
মিডফিল্ডার: মোহাম্মদ রোমান সরকার, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি, তানভীর রহমান সিয়াম, আল নাহিয়ান শুভ ও তাইয়েব আলী।
ফরোয়ার্ড: ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ রকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ আরশাদ হোসেন।
উল্লেখ্য, এ পর্যন্ত হকি এশিয়া কাপের সবগুলো আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে এখনো ফাইনাল কিংবা সেমিফাইনালে ওঠা হয়নি দলটির। টুর্নামেন্টের প্রথম আসরে ১৯৮২ সালে পঞ্চম অবস্থানে থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে পরের আসরগুলোতে ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম স্থানে থেকেই বিদায় নিশ্চিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।
ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৫/বিটি
