
জর্ডানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ নারী দল। এবার সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে স্বাগতিক জর্ডানকেও রুখে দিল লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল মঙ্গলবার রাতে আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ৫৯ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী জর্ডানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। যেখানে বাংলার বাঘিনীদের হয়ে গোল পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।
এদিন দুই দফা ম্যাচে পিছিয়ে পড়েও কামব্যাক করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই মায়শা জেবারাহর গোলে লিড পেয়ে যায় জর্ডান। তবে প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ম্যাচের ৪৩ মিনিটে শামসুন্নাহারের গোলে সমতায় ফেরে সফরকারীরা।
আরও পড়ুন:
» ১৭ বছরের অপেক্ষার অবসান, অবশেষে আইপিএল শিরোপা বেঙ্গালুরুর
» বাংলাদেশ-ভুটান ফুটবল ম্যাচসহ আজকের খেলা (৪ জুন ২৫)
এরপর বিরতি থেকে ফিরে বানা বিতারের গোলে ৫৮ মিনিটে আবার এগিয়ে যায় জর্ডান। যখন পরাজয়ের শঙ্কা জাগে ঋতুপর্নাদের নিয়ে, তখন দলকে আবারও স্বস্তিতে ফেরান শাহেদা আক্তার রিপা। ম্যাচের ৮২ মিনিটে তার গোলে ফিরে আসে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১৩৩তম। অপরদিকে স্বাগতিক জর্ডান আছে ৭৪তম স্থানে। শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকলেও জর্ডানকে রুখে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর আগের ম্যাচে ড্র করা ইন্দোনেশিয়া আছে ৯৪তম স্থানে।
চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে জর্ডানে এই ত্রিদেশীয় প্রীতি সিরিজ খেলেছে পিটার বাটলারের দল। যেখানে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এমন ফলাফলে সন্তুষ্ট বাংলাদেশ দল।
ক্রিফোস্পোর্টস/৪জুন২৫/এফএএস
