আর চারদিন পর মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এসে দল ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ সোমবার (৮ ডিসেম্বর) আসন্ন এই টুর্নামেন্টেরর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। গত বছর তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল যুবা টাইগাররা। এবারও আজিজুলেই আস্থা রেখেছে বোর্ড।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন সবশেষ এশিয়া কাপজয়ী দলের তারকা পেসার আল ফাহাদ। ইনজুরির কারণে আসন্ন এই টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে না তার। তার পরিবর্তে এশিয়া কাপ দলে ডাক পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন। এছাড়া বাদ পড়েছেন দেবাশীষ সরকার। তাকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকরা।
যুব এশিয়া কাপের সবশেষ দুই আসরেই শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন। আগামী ১২ থেকে ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপ।
এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নেবে। যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি- তে। এই গ্রুপে আজিজুলদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। আগামী ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের দল।
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড :
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, শেখ পারভেজ জীবন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই-
দেবাশীষ সরকার, রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/বিটি