Connect with us
ক্রিকেট

একটুর জন্য ওয়ানডেতে নতুন ইতিহাস লেখা হলো না বাংলাদেশের

Bangladesh Cricket team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ দল। এতে টানা চার ওয়ানডে সিরিজে হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। বড় জয় পেলেও এদিন একটুর জন্য ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার কীর্তি হাতছাড়া হলো বাংলাদেশের।

বাংলাদেশের সামনে সুযোগ ছিল নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে কোন দলের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ার। তবে মাত্র ৫ রানের জন্য শেষ পর্যন্ত সেটা করতে পারল না লাল সবুজের প্রতিনিধিরা। কেননা এর আগে রানের হিসেবে বাংলাদেশের সবথেকে বড় জয় ছিল ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের।

যদিও মাত্র ৯৭ রানে যখন ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেটের পতন ঘটেছিল, তখন মনে করা হয়েছিল নতুন সেই ইতিহাসের সাক্ষী হয়েই যাচ্ছে বাংলাদেশ! কিন্তু শেষ দিকে আকিল হোসেনের ১৫ বলে ২৭ রানের কেমিও ইনিংসে সেটা আর সম্ভব হয়নি। দশম উইকেট জুটিতে আসে ২০ রান। এতেই জয়ের ব্যবধান কিছুটা কমে আসে বাংলাদেশের।



তবে ইতিহাস গড়া না হলেও নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগাররা। এই তালিকার ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। যেখানে ১৬৯ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৮ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রান ও তার আগে ২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬০ রানের বড় জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটাররা মঞ্চ তৈরি করে রেখে গিয়েছিলেন আগেই। সাইফ-সৌম্যদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ২৯৬ রানের বিশাল পুঁজি পায় টাইগাররা। উদ্বোধনী জুটিতেই আসে ১৭৬ রান। সাইফের ব্যাটে মেলে ৮০ ও সৌম্য করেছেন ৯১ রান। এরপর বাকি ক্রিকেটাররা দলের রান তিনশ অতিক্রম করতে না পারলেও কাছাকাছি নিয়ে যান।

রান তাড়া করতে নেমে এদিনও টাইগারদের স্পিন অ্যাটাকে ধরাসায়ী ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন ও নাসুম আহমেদ শিকার করেছেন ৩টি করে উইকেট। আর জোড়া আঘাত দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। শেষ পর্যন্ত ১১৯ বল হাতে থাকতেই ক্যারিবিয়ানদের সবগুলো উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট