Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি

Bangladesh announces squad for Women’s World Cup
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

দ্বিতীয় বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা ভালো করেছিল টাইগ্রেসরা। তবে এরপর আবার ছন্দ হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা পাঁচ ম্যাচে হারের পর আজ আসরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

এই ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোনও আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তি গড়তে পারবে নিগার সুলতানা জ্যোতিরা। এর আগে গেল ২০২২ বিশ্বকাপেও ৭ ম্যাচ খেলে একটার বেশী জয় পায়নি বাংলাদেশ। এবার সেই রেকর্ড পেছনে ফেলে বিশ্বকাপে দুই জয়ের সুযোগ টাইগ্রেসদের সামনে।

মজার বিষয় হচ্ছে টুর্নামেন্টের গেল আসরেও একমাত্র জয় হিসেবে পাকিস্তানকে পরাজিত করেছিল বাংলাদেশ। এবারও একই প্রতিদ্বন্দ্বীকে এখন পর্যন্ত হারানোর সুযোগ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে চলতি আসরে আরও একাধিক জয়ের দেখা পেতেই পারতো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়েও তীরে এসে তরী ডুবেছে জ্যোতিদের।



দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষেও আশা জাগিয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। আর তাই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে এসে মাত্র দ্বিতীয় জয়ের জন্য প্রতীক্ষা নিয়ে বসে আছে ভক্ত সমর্থকরা। চলতি আসরে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে আজ বিকেল সাড়ে ৩টায় মুম্বাইয়ের মাঠে মুখোমুখি হবে টাইগ্রেসরা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ভারতকে হারিয়ে টুর্নামেন্টের শেষটা রঙিন করার প্রত্যাশা জানিয়েছেন সোবহানা মোস্তারি, ‘টুর্নামেন্ট শেষ, আমাদের শেষ ম্যাচ। কীভাবে ভালোভাবে শেষ করতে পারি। ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলেছি, ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে নিয়েই এগোবো।’

উল্লেখ্য, চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের খেলা ৬ ম্যাচের ৫টিতেই পরাজিত হয়েছে নারী ক্রিকেট দল। জ্যোতিদের হারের স্বাদ উপহার দিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। কিন্তু আজ শেষ বেলায় ভারতকে হারিয়ে হাসিমুখে দেশে ফিরতে চাইবে বাংলাদেশ দল। তবেই হয়তো কিছুটা স্বস্তি পাবে লাখো ভক্ত সমর্থক।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট