Connect with us
ক্রিকেট

জাকের-মেহেদির ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

Bangladesh gets goof capital with Zaker-Mehdi's batting
ব্যাটারদের ব্যর্থতার ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জাকের ও মেহেদি। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর জাকের ও মেহেদির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বাংলাদেশের পক্ষে ফিফটি করেন জাকের আলী অনিক। ৪৮ বলে ১ চার ও ৫ ছক্কার মারে ৫৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশের জার্সিতে এটি তার তৃতীয় ফিফটি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন শেখ মেহেদি। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি।

এদিন মিরপুরের উইকেটে আগে ব্যাট করতে নেমে ধরাশায়ী হন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার নাঈম শেখ। ফাহিম আশরাফের বলে পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ৭ বলে মাত্র ৩ রান করেন এই ওপেনার।

আরও পড়ুন:

» পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই বাংলাদেশের

» সেঞ্চুরি মিস দুজনের, হোয়াইটওয়াশের ম্যাচে বিশাল সংগ্রহ বাংলাদেশের 

নাঈম ফেরার পর দলের হাল ধরতে আসেন লিটন দাস। তবে ব্যর্থ হয়েছেন তিনিও। ৯ বলে ৮ রান করে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। ইনিংসের পঞ্চম ওভারে সালমান মির্জার বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। একই ওভারে রানআউটের শিকার হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। ৩ বল খেলেও রানে খাতাই খুলতে পারেননি এই তারকা ব্যাটার।

হৃদয় ফেরার পর দায়িত্ব বেড়ে যায় ইমনের। তবে দলের বিপদ বাড়িয়ে ফেরেন তিনিও। পাওয়ারপ্লের শেষ ওভারে অভিষিক্ত ড্যানিয়েল আহমেদকে উইকেট দিয়ে ফেরেন দারুণ ছন্দে থাকা এই ওপেনার। ১৪ বলে ১ চার ও ১ ছক্কার মারে ১৩ রান করে ফেরেন এই মারকুটে ব্যাটার।

পারভেজ-হৃদয়রা ফিরে যাওয়ার পর জাকের আলী ও শেখ মেহেদি মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এই জুটিতে ৫৩ রান যোগ করেন তারা। দলীয় ৮১ রানের মাথায় বিদায় নেন শেখ মেহেদি। ২৫ বলে ২ চার ও ২ ছক্কার মারে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

তবে মেহেদি ফেরার পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা শামীম হোসেনও একই পথে হাঁটেন। ৪ বলে ১ রান করে ফেরেন তিনি। শেষদিকে তানজিম-রিশাদদের ছোট ছোট ক্যামিও এবং জাকেরের দুর্দান্ত ফিনিশিংয়ের মধ্য দিয়ে ১৩৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন সালমান মির্জা, আহমেদ ড্যানিয়েল ও আব্বাস আফ্রিদি। এছাড়া একটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।

ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট