
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের হয়ে ফিফটির দেখা পেয়েছেন তিন ব্যাটার। সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন জাওয়াদ আবরার। ৬১ বলে ৯ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই মারকুটে ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান এসেছে রিজান হোসেনের ব্যাট থেকে। ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কার মারে এই রান করেন তিনি।
আরেক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহও খেলেন ৬৩ রানের ইনিংস। ৭৬ বলে ৭ চারের মারে ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৬, দেবাশীষ সরকার ১৮ এবং রিফাত বেগ ও ফরিদ হাসান ফয়সাল সমান ১৬ রান করে অবদান রাখেন।
আরও পড়ুন:
» পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
» সিরিজ জয়ের ছবি দিয়ে মুস্তাফিজ লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’
বেনোনির উইলোমোর পার্কে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান তুলে নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম শিকার হয়ে ফিরে যান রিফাত বেগ। এরপর জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ বলে ৮২ রান যোগ করেন।
দলীয় ১১২ রানে মাথায় আজিজুলকে ফিরিয়ে দুর্দান্ত এই জুটি ভেঙে দেয় দক্ষিণ আফ্রিকা। তবে আজিজুল ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নের পথে হাঁটেন দারুণ খেলতে থাকা জাওয়াদ। অল্প সময়ের ব্যবধানে দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় সফরকারীরা।
এই চাপ থেকে দলকে উদ্ধার করেন রিজান ও আব্দুল্লাহ। চতুর্থ উইকেটে ৯৪ বলে ৯৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েন তারা। এই জুটিই বাংলাদেশকে বড় লক্ষ্যের পথ দেখিয়ে দেয়। রিজান ফিরে গেলে ফরিদের সঙ্গে আরো ৩৬ রানের জুটি গড়েন আব্দুল্লাহ। শেষদিকে দেবাশীষের ছোট ক্যামিওতে ভর করে ২৮৫ রানের পুঁজি গড়তে সক্ষম হয় যুবা টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন জেজে বেসন। এছাড়া একটি করে উইকেট নেন জ্যাসন রাউলস ও ব্যান্ডিল এমবাথা।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৫/বিটি
