Connect with us
ফুটবল

ভিয়েতনামের কাছে হেরেও ম্যাচসেরা বাংলাদেশের গোলকিপার

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ছবি- সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে পরাজিত দল থেকেও ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। দুর্দান্ত ছয়টি সেভ করে তিনি দলের বড় ব্যবধানের হার এড়ান।

শ্রাবণকে আনুষ্ঠানিক কোনো ট্রফি বা স্মারক না দেওয়া হলেও ম্যাচ শেষে সরাসরি সম্প্রচারকারী টেলিভিশন তার ফ্ল্যাশ ইন্টারভিউ নিয়েছে। সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি।

সাধারণত জয়ী দল থেকেই ম্যাচসেরা নির্বাচন করা হয়, তবে শ্রাবণের নৈপুণ্য বিচারকদের তাকে বেছে নিতে বাধ্য করেছে।



তবু ব্যক্তিগত অর্জনে খুব একটা খুশি নন শ্রাবণ। ম্যাচ শেষে তিনি বলেন, ভালো পারফরম্যান্স করেছি এবং স্বীকৃতি পেয়েছি, এজন্য কৃতজ্ঞ। তবে দল হেরেছে, তাই কষ্ট পাচ্ছি। এই স্বীকৃতি আমাকে আগামী ম্যাচে অনুপ্রেরণা দেবে।

ভারপ্রাপ্ত কোচ হাসান আল মামুনও তার প্রশংসা করে বলেন, সে অন্তত ৫-৬টি গোল সেভ করেছে। এজন্যই ম্যাচসেরা হয়েছে। যা আমাদের জন্য অনুপ্রেরণা।

তবে সামগ্রিক পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ শিবির। আল মামুন বলেন, ভিয়েতনাম আসিয়ান অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়ন। আমরা মিড ব্লক থেকে খেলতে চেয়েছিলাম, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বল তৈরি করার সময়ও তারা প্রেসিং করেছে। নাম্বার টেনকে খুঁজে পাইনি। উইং থেকে আক্রমণ গড়ে ফিনিশ করার পরিকল্পনাও সফল হয়নি।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল