কক্সবাজারে চলছে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের দল। টানা দুই জয়ে সিরিজে লিড নিয়েছে ট্রাইগ্রেসরা।
আজ রোববার (৭ ডিসেম্বর) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো লাল-সবুজের দল।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের দল।
আগের দুই ম্যাচে রানতাড়ায় নেমে ব্যাট হাতে বেশ ভুগেছে বাংলাদেশ। তবে আজ ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ২৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অচেনা জান্নাত এমান্তা ৩০ রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন মহনুর জাইব, মেমুনা খালিদ ও রোজিনা আকরাম।
এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন ইমান নাসির। এছাড়া জুফিসান আয়াজ ১৪ এবং মহনুর জাইবের ব্যাট থেকে আসে ১২ রান। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন অতসী মজুমদার ও হাবিবা ইসলাম পিংকি।
আগামী ১০ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ৮৬/৮ (২০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৮৭/৩ (১৩.৩ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : সাদিয়া ইসলাম
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/বিটি