
চলতি এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে আফগানদের ৮ রানে হারিয়ে এখনো বি-গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার দৌড়ে টিকে আছে টাইগাররা। এবার আইসিসি আরেকটি সুখবর পেলেন লিটনরা।
আফগানিস্তানকে হারিয়ে আইসিসির টি-টোয়েন্টি দলের র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। রশিদদের হারিয়ে তাদেরই জায়গা দখল করেছেন লিটনরা।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সবশেষ হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে একধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর আগে ৯ নম্বরে ছিল আফগানিস্তান। বাংলাদেশের কাছে হেরে একধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে দলটি।
এশিয়া কাপে টিকে থাকার জন্য জন্য গতকালের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। হেরে গেল গ্রুপ পর্ব থেকেই গতকালই নিশ্চিত হতো বিদায়। তবে ম্যাচটিতে জয় তুলে নিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছেন লিটনরা।
গতকাল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ১৫৫ রানে টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানের বেশি করতে পারেনি আফগানরা।
গতকালের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। বর্তমানে রেটিং পয়েন্ট ২২২, যা আফগানদের সমান। তবে পয়েন্টে এগিয়ে আছে টাইগাররা। পয়েন্টে দুই দলের মধ্যে বড় পার্থক্য আছে। বাংলাদেশের পয়েন্ট ১২ হাজার ২২৩, অন্যদিকে আফগানিস্তানের ৮ হাজার ২১৩। আর এ কারণেই আফগানদের হটিয়ে একধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ।
এর বাইরে শীর্ষ দশের আর কোনো পরিবর্তন আসেনি। ২৭১ রেটিং নিয়ে বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে ভারত। ২৬৬ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে শ্রীলঙ্কা এবং আট নম্বরে অবস্থান করছে পাকিস্তান।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/বিটি
