
সময়টা যেন একদমই ভালো যাচ্ছিল না বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে। ধারাবাহিক ব্যর্থতার ফলে আইসিসি র্যাঙ্কিংয়ের দশম অবস্থানে নেমে এসেছিল টাইগাররা। এবার টানা ৭ ম্যাচে পরাজয়ের পর অষ্টম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আর এতেই আইসিসি কর্তৃক বড় সুখবর পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে গতকাল স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে পরাজিত করেছিল বাংলাদেশ। আর এই জয়ের ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে টাইগারদের। সদ্য হালনাগাদকৃত আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী একধাপ এগিয়ে নবম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর তালিকায় অবনতি ঘটেছে শ্রীলঙ্কার।
ওয়ানডেতে বাংলাদেশের ঠিক ওপরেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা বর্তমানে অবস্থান করছে তালিকার নয় নম্বরে। আর ৭৭ পয়েন্ট থাকা উইন্ডিজরা নেমে গেছে দশম অবস্থানে। এদিকে অবস্থার পরিবর্তন ঘটেছে পাকিস্তানেরও। শ্রীলঙ্কা চতুর্থ অবস্থান থেকে পাঁচে নেমে এলে তাদের চার নম্বর জায়গা দখল করেছে পাকিস্তান।
আরও পড়ুন:
» ইতিহাস গড়া ঋতুপর্ণারা দেশে ফিরবেন আজ, হাতিরঝিলে সংবর্ধনা
» নাটকীয় ম্যাচ জিতে সেমিতে রিয়াল, প্রতিপক্ষ পিএসজি
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকার লড়াইয়ে গতকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টাইগাররা। যেখানে কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। আর তাই সিরিজ নির্ধারণের তৃতীয় ম্যাচে ৮ জুলাই মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ফলাফল যাই হোক না কেন, র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান একই থাকবে।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এফএএস
