
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেনোনির উইলোমোর পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি পেয়েছে সফরকারীরা। তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান করেছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের হয়ে আজও ফিফটির দেখা পেয়েছেন ওপেনার জাওয়াদ আবরার। ৫৩ বলে ১ চার ও ৬ ছক্কার মারে ৫৭ রান করেছেন এই মারকুটে ব্যাটার। প্রথম ম্যাচে ৬১ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন এই ওপেনার।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর আজ ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৯০ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৬৭ রান করে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।
আরও পড়ুন:
» বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখাবে দেশের ২টি টিভি চ্যানেল
» ভারতীয় নারী ক্রিকেট শিবিরে দুঃসংবাদ
জাওয়াদের পাশাপাশি সিরিজের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন রিজান হোসেনও। ৭১ বলে ৪ চারের মারে ৫২ রান করে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার। এর আগে প্রথম ম্যাচে ৫৫ বলে ৬৫ রানের মারকুটে ইনিংস খেলেছিলেন তিনি। তবে ওপেনার রিফাত বেগ আজও ব্যর্থ হয়ে ১৮ রান করে ফিরেছেন। প্রথম ম্যাচে ১৬ রান এসেছিল তার ব্যাট থেকে।
ইনিংসের শেষদিকে ব্যাট হাতে কার্যকরী ক্যামিও খেলেন সামিউন বশির রাতুল, ফরিদ হাসান ফয়সাল ও আল ফাহাদ। রাতুল ২০ বলে ২৫, ফয়সাল ১১ বলে ১৪ এবং ফাহাদ ৭ বলে ১৫ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট শিকার করেন কর্নে বোথা ও পল জেমস। এছাড়া একটি করে উইকেট নেন জেজে বেসন ও বেসন।
এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা। আজ জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে আজিজুল সফরকারীদের।
ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/বিটি
