
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় টাইগাররা। সেই লক্ষ্যে আজ (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে দেড়শ’র আগেই থেমেছে আফগানরা। রশিদের হারিয়ে সিরিজ জিততে ১৪৮ রান দরকার জাকের আলীদের।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। তবে এই ইনিংস খেলতে ৩৭টি বল খেলেছেন এই ওপেনার।
দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ২২ বলে ১ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজিয়েছেন এই ব্যাটার। এছাড়া সেদিকুল্লাহ অতল ১৯ বলে ২৩, মোহাম্মদ নবী ১২ বলে ২০ এবং আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ১৯ রান করেন।
এদিন বোলিংয়ে নেমে পাওয়ার প্লেতে আফগানিস্তানের কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। তবে উইকেট না পেলেও বাংলাদেশের বোলিং ছিল নিয়ন্ত্রিত। ইনিংসের অষ্টম ওভারের পঞ্চম বলে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিশাদ হোসেন। পারভেজ ইমনের হাতে ক্যাচ তুলে নিয়ে ফেরেন এই ওপেনার।
এরপর ১১তম ওভারে দলীয় ৭১ রানের মাথায় উইকেটের তালিকায় নাম লেখান আরেক স্পিনার নাসুম আহমেদ। সেট ব্যাটার ইব্রাহিম জাদরানকে ফেরান এই স্পিনার। পরের ওভারেই দ্বিতীয়বারের মতো আঘাত হানেন রিশাদ। এবার তার শিকার অভিষিক্ত ওয়াফিউল্লাহ তারাখিল। অভিষেক ম্যাচে মাত্র ১ রান করে ফেরেন এই তরুণ ব্যাটার।
নাসুম ১৪তম ওভারে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। দলীয় ৯০ রানে ইমনের হাতে ক্যাচ দিয়ে ফেরে দ্বরবেশ রাসুলী। আফগান ইনিংসের পঞ্চম উইকেটটি শিকার করেন শরিফুল ইসলাম। দুর্দান্ত এক ডেলিভারিতে গুরবাজের স্টাম্প উড়িয়ে দেন এই পেসার।
সবমিলিয়ে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেট নেন শরিফুল। নাসুম ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। তবে রিশাদ আজ বেশ খরুচে ছিলেন। চার ওভারে ২ উইকেট নিলেও ৪৫ রান খরচ করেছেন এই লেগি।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/বিটি
