Connect with us
ক্রিকেট

হ্যাট্রিক শিরোপার মিশনে প্রথম ম্যাচে ফিল্ডিং করছে বাংলাদেশ

Under-19
দুর্দান্ত শুরু বাংলাদেশের বোলারদের। ছবি: সংগৃহীত

টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আবারও নামল শিরোপা ধরে রাখার মিশনে। যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে আজিজুল হাকিম তামিমের দল। আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে আফগান অধিনায়ক মেহবুব তাসকিন বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান। 

সাম্প্রতিক পরিসংখ্যান দুই দলের মধ্যে সমানতালেই লড়াই চলেছে। শেষ পাঁচ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ও আফগানিস্তান দু’দলই জিতেছে দুটি করে ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তাই প্রথম ম্যাচ থেকেই দু’দলের লড়াই নিয়ে বাড়তি আগ্রহ ছিল।

গত বছর তামিমের নেতৃত্বেই যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার দায়িত্ব তাঁর কাঁধেই। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাওয়াদ আবরার। এবারের দল নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট।



‘বি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও নেপাল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবেন তামিম-জাওয়াদরা।

এর আগে ২০২৩ ও ২০২৪ সালে টানা দুই আসরে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দু’টি আসরই হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দলটি।

দুই দলের একাদশ

বাংলাদেশ: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, কালাম সিদ্দিকী অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আহমেদ, সাদ ইসলাম রাজিন।

আফগানিস্তান: খালিদ আহমদজাই, ওসমান সাদাত, ফয়সাল খান, ওজাইরউল্লাহ নিয়াজাই, মেহবুব তাসকিন (অধিনায়ক), আজিজুল্লাহ মিয়াখিল, খাতির স্টানিকজাই, আব্দুল আজিজ খান, রোহুল্লা আরব, ওয়াহিদুল্লাহ জাদরান, সালাম খান আহমদজাই।

প্রতিবেদন লেখা চলাকালীন সর্বশেষ তথ্যমতে, ৩৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানে ব্যাট করছে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ইমন, রাতুল, ও রাজিন একটি করে উইকেট নিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট