Connect with us
ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন মিরাজ

Bangladesh vs Sri Lanka_Toss
তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি- এসএলসি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আজ (বুধবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তার আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ থেকে আজ দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তার পরিবর্তে দলে ফিরেছেন সহ-অধিনায়ক শেখ মেহেদি। এছাড়া বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তার জায়গায় একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।

এদিকে শ্রীলঙ্কার একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। স্বাগতিক দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন কামিন্দু মেন্ডিস ও দীনেশ চান্দিমাল।

আরও পড়ুন:

» র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে রিশাদ, এগোলেন লিটনও

» রাতে সোহানের রংপুরের মুখোমুখি সাকিবরা, খেলা দেখবেন যেভাবে 

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, দীনেশ চান্দিমাল, জেফ্রে ভেন্ডারসে, মহেশ থিকশানা, বিনোরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট