
শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর মাঝের ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় সংগ্রহ দাড় করাতে পারেন সফরকারীরা। টেনেটুনে দেড়শ পেরিয়েছে লিটন দাসের দল।
পাল্লেকেলেতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া নাঈম শেখ ৩২ এবং মেহেদি হাসান মিরাজ ২৯ রান করেন।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের কল্যাণে দারুণ শুরু পায় বাংলাদেশ। শুরু থেকেই মারকুটে ভঙ্গিতে খেলেন এই ওপেনার। তবে অপরপ্রান্তে ব্যাট হাতে কিছুটা স্ট্রাগল করছিলেন তানজিদ হাসান তামিম। কিছুটা ধীরগতিতে খেলেছিলেন এই ওপেনার।
তবে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়া হতে গিয়েই উইকেট হারান তানজিদ। ইনিংসের পঞ্চম ওভারের নুয়ান থুশারার শেষ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ১৬ রান করেন এই ওপেনার।
আরও পড়ুন:
» জিএসএলের উদ্বোধনী ম্যাচে সাকিবকে নিয়ে ব্যাটিংয়ে দুবাই
» এবার এশিয়া কাপ বৈঠকেও বাংলাদেশে আসতে চায় না ভারত
এরপর মাঠে এসে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। ১১ বলে মাত্র ৫ রানের ইনিংস খেলে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। কিছুক্ষণ পরেই লিটনের দেখানো পথে হাঁটেন দারুণ খেলতে থাকা ইমন।মহেশ থিকশানার বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউটের শিকার হয়ে ফেরেন এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ২২ বলে ৩৮ রান।
দ্রুত দুটি উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও নাঈম শেখ মিলে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন। তবে ৮৯ রানেই চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ১০ রানের এক ধীরগতির ইনিংস খেলে ফিরে যান হৃদয়।
এরপর ম্যাচের হাল ধরেন মেহেদি মিরাজ ও নাঈম শেখ। পঞ্চম উইকেট জুটিতে ৩৬ বলে ৪৬ রান যোগ করেন তারা। শেষদিকে থিকশানার বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান মিরাজ। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৪ চারের মারে ২৯ রান করেন এই অলরাউন্ডার।
শেষ পর্যন্ত নাঈম শেখের অপরাজিত ২৯ বলে ৩২ এবং শামীম হোসেনের ৫ বলে ১৩ রানের ক্যামিওতে ভর করে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ২ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন মহেশ থিকশানা। এছাড়া একটি করে উইকেট নেন নুয়ান থুশারা, সাদুন শানাকা ও ভেন্ডারসে।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/বিটি
