
সুযোগ ছিল র্যাঙ্কিংয়ের তলানী থেকে একটু উপরে ওঠার। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে উপরে উঠতো বাংলাদেশ। সিরিজ জয়ের পর লক্ষ্য ছিল শেষ ম্যাচে জয় নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। কিন্তু সেই মিশনে খেলতে নেমে ব্যর্থ হয়েছে লিটন দাসের দল। সিরিজের শেষ ম্যাচে এসে বড় ব্যবধানে হারলো টাইগাররা। এতে র্যাঙ্কিংয়ে তলানীতেই অর্থাৎ ১০ নম্বরেই থাকলো লাল-সবুজের দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১৬.৪ ওভারে ১০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানের জয় নিয়ে সিরিজ শেষ করল টাইগাররা।
এদিন রানতাড়ায় নেমে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সালমান মির্জার শিকার হয়ে ফেরেন তানজিদ তামিম। ২ বল খেলে শূন্য রানে ফেরেন এই ওপেনার। তানজিদ ফেরার পর বিপত্তি সামাল দিতে আসেন লিটন দাস। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বাংলাদেশ অধিনাকের ব্যাট থেকে আসে ৮ রান।

ফাহিম আশরাফের বলে মিডল স্টাম্প উড়ে যায় লিটনের। ছবি- পিসিবি
আরও পড়ুন:
» পাওয়ার প্লেতে লিটন-জাকেরদের হারিয়ে বিপাকে বাংলাদেশ
» ৮ দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ, ভেন্যু কোথায়?
এরপর মিরাজ এসে ভালো শুরুর আভাস দিয়েও বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে ফাহিম আশরাফের শিকার হয়ে ১০ রান করে ফেরেন এই অলরাউন্ডার। ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন সালমান মির্জা। প্রথমে জাকের আলী (১) এবং পরে শেখ মেহেদিকে (০) বোল্ড করে ফেরান এই পেসার। এতে ২৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
পাওয়ার প্লেতে আর কোনো উইকেটে না হারালেও সপ্তম ওভারে শামীম হোসেন (৫) এবং অষ্টম ওভারে ফিরে যান নাঈম শেখ (১০)। পরবর্তীতে সাইফউদ্দিনের ৩৪ বলে অপরাজিত ৩৫ এবং নাসুম, তাসকিন ও শরিফুলদের ছোট ছোট ক্যামিওতে শতরান পেরোয় টাইগাররা। এতে হারের ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয়েছে স্বাগতিকরা।
পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন সালমান মির্জা। এছারা ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ ২টি করে এবং আহমেদ দানিয়েল, সালমান আগা ও হুসেইন তালাত একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহানের ৪১ বলে ৬৩, হাসান নাওয়াজের ১৭ বলে ৩৩, মোহাম্মদ নাওয়াজের ১৬ বলে ২৭ এবং সাইম আইয়ুবের ১৫ বলে ২১ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৭৮ রানের বড় পুঁজি পায় পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৫/বিটি
