Connect with us
ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় পাওয়া হলো না বাংলাদেশের

Bangladesh failed to secure a third consecutive win in the tri-nation series
তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে দুই দলের বিপক্ষেই প্রথমবারের দেখায় জয় তুলে নিয়েছিল আজিজুল-জাওয়াদরা। তবে টানা দুই জয়ের পর এবার তৃতীয় জয় পাওয়া হলো না বাংলাদেশের যুবাদের। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয়বারের দেখায় হেরেছে আজিজুল হাকিম তামিমের দল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়া যুবারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন আরমান মানাক। ৭৮ বলে ৭ চারের মারে ইনিংসটি সাজান এই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জেসন রাউলসের ব্যাট থেকে। ৪৯ বলে ৪ চার ও ১ ছক্কার মারে ৪১ রান করেন এই ব্যাটার। এছাড়া অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া ৪২ বলে ৩৯ রান করেন এবং ভিহান প্রিটোরিয়াস ২২ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে ৯ ওভারে ২৯ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন আল ফাহাদ। এছাড়া ইকবাল হোসেন ইমন ও দেবাশীষ সরকার একটি করে উইকেট তুলে নেন।

আরও পড়ুন:

» নারী এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করল বাফুফে

» ২০২৫ এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস খালেদের 

এর আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডারে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মিডল অর্ডারে কালাম সিদ্দিকি ছাড়া কেউই ইনিংস বড় করতে পারেননি। আজিজুল ৮১ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ৫৯ রান করেন। আর কালাম এক রানের জন্য ফিফটি মিস করে ৪৯ রান করে অপরাজিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি উইকেট শিকার করেন জেসন রাউলস। এছাড়া ২টি করে উইকেট নেন এনতান্দো সনি ও বুয়ান্দা মাজোলো।

বাংলাদেশকে হারিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। আর ৩ ম্যাচে কোনো জয় না পাওয়া জিম্বাবুয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট