
এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী জাতীয় দল। এরপর গেল আগস্টে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছিল। এবার সুযোগ ছিল নারী অনূর্ধ্ব-১৭ দলের এশিয়ান কাপের মূল আসরে জায়গা করার। তাহলে এক বছরে বাংলাদেশের ভিন্ন তিনটি দলের এশিয়ান কাপে জায়গা করে নেয়ার ইতিহাস ঘটে যেত।
এএফসি অ-১৭ এশিয়ান কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশকে হারাতে হতো চাইনিজ তাইপেকে। সেই ম্যাচে জয় তুলে নিতে পারলেই কেবল জুনিয়র নারী এশিয়ান ফুটবলের টিকিট পেত বাংলাদেশ। কিন্তু জর্ডানের আকাবায় অনুষ্ঠিত সেই ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা উল্টো হেরেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে।
জর্ডানের আকাবায় গতকাল ম্যাচের মাত্র ৯ মিনিটে লিড পেয়ে যায় চাইনিজ তাইপে। বক্সে বাংলাদেশি ডিফেন্ডার অযথা ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল আদায় করেন তাইপের উ ক্যাই-শুয়ান। ৩৪ মিনিটে ফ্রি–কিক থেকে উড়ে আসা বল দারুণভাবে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তাইপের মিডফিল্ডার চুং ইউন চিয়েন।
বিরতির পর আরও বিধ্বংসী রূপ নেয় তাইপে। বাংলাদেশের জালে জড়ায় আরও ৩ গোল। ম্যাচের ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়। বাকি সময় বাংলাদেশ সেভাবে লড়াই করতে পারেনি। চাইনিজ তাইপে আরও ২ গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্ব নিশ্চিত করেছে। আর স্বপ্ন ভঙ্গ হয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যদের।
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/এফএএস
