 
																												
														
														
													সিলেট টেস্টে জিম্বাবুয়েকে খুব বেশি বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। ১৭৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯৫ রান নিয়ে জয়ের পথ সহজ করে নেয় সফরকারীরা। এরপর মেহেদি হাসান মিরাজের স্পিন ভেলকিতে দ্রুত কয়েকটি উইকেট নিয়ে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। তবে মিরাজের ফাইফারের পরও শেষ হাসি হেসেছে সফরকারীরা।
সিলেটে আজ বুধবার (২৩ এপ্রিল) প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তের নাটকীয়তার পর ৩ উইকেটে জয় পেয়েছে জিম্বাবুয়ে।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছিল তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিন শেষে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছিল বাংলাদেশ। এতে টাইগারদের লিড দাঁড়িয়েছিল ১১২ রান। ৬০ রান করে অপরাজিত ছিলেন শান্ত এবং ২১ রান করে অপরাজিত ছিলেন জাকের আলী অনিক।
আরও পড়ুন:
» চলতি মাসেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
» বোলারদের ব্যর্থতার ম্যাচেও ২ উইকেট নিলেন রিশাদ
আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান শান্ত (৬০)। এরপর মিরাজও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। মাত্র ১১ রান করে ফেরেন এই ব্যাটার। তবে জাকের আলী শেষ পর্যন্ত লড়াই করে দলকে ১৭৩ রানের লিড এনে দেন। এই উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট থেকে আসে ৫৮ রান।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই আসে ৯৫ রান তুলে নেয় জিম্বাবুয়ে। ইনিংসের ২১তম ওভারে বেন কারানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিরাজ। ৭৫ বলে ৭ চারের মারে ৪৪ রানে থামে তার ইনিংস। তবে অন্যপ্রান্ত আগলে ফিফটি তুলে নেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট।
এরপর থেকেই চলতে থাকতে মিরাজ ভেলকি এবং তার সঙ্গে যোগ দেন তাইজুল ইসলাম। দুজন মিলে ১৪৫ রানের মধ্যে জিম্বাবুয়ের ৬টি উইকেট তুলে নেন। এর মধ্যে ছিলেন বেনেটও। ৮১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন ফেরেন এই ওপেনার।
দলীয় ১৬১ রানের মাথায় মিরাজ আরেকটি উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন। তবে ওয়েসলি মাধেভেরের অপরাজিত ১৯ রানে ভর করে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। এছাড়া শেষদিকে ওয়েলিংটন মাসাকাদজার ব্যাট থেকে আসে ১৯ রান। বাংলাদেশের হয়ে মিরাজ ৫টি এবং তাইজুল ২টি উইকেট নেন।
প্রায় ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটের মাটিতেই টাইগারদের হারিয়েছিল রোডেশিয়ানরা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ
প্রথম ইনিংস: ১৯১/১০ (৬১ ওভার)
দ্বিতীয় ইনিংস: ২৫৫/১০ (৭৯.২ ওভার)
জিম্বাবুয়ে
প্রথম ইনিংস: ২৭৩/১০ (৮০.২ ওভার)
দ্বিতীয় ইনিংস: ১৭৪/৭ (৫০.২ ওভার)
ফলাফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৫/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	