Connect with us
ফুটবল

সমতা ফিরিয়েও পারলো না বাংলাদেশ, শেষ মিনিটে স্বপ্নভঙ্গ

Bangladesh fail to hold on after equalizing — heartbreak in the final minute
শেষ মিনিটে গোল খেয়ে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

হতাশা নিয়েই শেষ হলো হংকং ম্যাচ। ২-৩ গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ের নবম মিনিটে শমিত সোমের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। অপেক্ষা শেষ বাঁশি বাজার। তবে শেষটা সুখকর হলো না হামজা-শমিতদের জন্য। এর এক মিনিট পরেই গোল হজম করে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি হংকংয়ের। 

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাইয়ের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে লাল-সবুজের দল।

এদিন জাতীয় স্টেডিয়ামে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে হামজা চৌধুরীর অসাধারণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বা-পান্ত থেকে হামজার দুর্দান্ত ফ্রি-কিক গোলে লিড পায় স্বাগতিকরা। আর তাতেই উচ্ছ্বাসে মাতে গোটা স্টেডিয়াম। লিড ধরে রেখেই প্রথমার্ধের খেলা শেষ করতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধের যোগ করার সময়ে গোল হজম করে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।



বিরতি থেকে ফেরার পর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে হামজারা। ম্যাচের মার্কিসের গোলে লিড নেয় হংকং। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে ২৪ মিনিট পরে ফের গোল হজম করে স্বাগতিকরা। হংকংকে এবারও এগিয়ে দেন রাফায়েল মার্কিস। তৃতীয় গোল হজমের পর ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে হামজারা।

তবে ম্যাচের ৮৪তম মিনিটে শেখ মোরসালিন জানিয়ে খেলা এখনো বাকি। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন হংকংয়ের ডিফেন্ডার। তাতে ফাকা জায়গায় বল পেয়ে যান মোরসালিন। সেখান থেকে বল জালে জড়াতে ভুল করেননি এই তরুণ মিডফিল্ডার। তাতে এক গোলের ব্যবধান কমে স্কোরলাইন দাঁড়ায় ২-৩।

এক গোলে পিছিয়ে থেকেই নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে পা রাখে বাংলাদেশ। অতিরিক্ত ৯ মিনিট সময় যোগ করা হয়। অতিরিক্ত সময়ের নবম মিনিটে মোরসালিলের কর্নার থেকে দুর্দান্ত একে হেডে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান শমিত সোম। তবে লাল-সবুজের জার্সিতে অভিষেক গোলটি সুখকর হয়নি শমিতের। এর মিনিট দুয়েক পরেই সেই মার্কিসের জয়সূচক গোলে স্তব্ধ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। এরপর রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে হতাশায় ভেঙে পড়েন হামজা-শমিত-ফাহামিদুলরা।

তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং। সমান ম্যাচে সিঙ্গাপুরের পয়েন্ট ৫। তিনে থাকা ভারতের পয়েন্ট ২। বাংলাদেশ এক পয়েন্টে টেবিলের তলানিতে।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল