
শ্রীলঙ্কার বিপক্ষে পারলো না বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থতার পর স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়েও লঙ্কানদেরকে কোনো চ্যালেঞ্জ ছুড়তে পারেননি টাইগাররা। ফলে বেশ বাজেভাবে হারতে হয়েছে লিটন-মুস্তাফিজদেরকে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে লিটনরা। জবাবে খেলতে নেমে ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক স্লোয়ার কাটারে কুশল মেন্ডিসকে উইকেটের পেছনে ধরাশায়ী করেন এই পেসার। ৬ বলে ৩ রান করে ফেরেন এই মারকুটে ব্যাটার।
এরপর হাত খুলে খেলতে শুরু করে শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ ওভারে শরীফুলের দ্বিতীয় বলে কামিল মিশরার ক্যাচ উঠেছিল। তবে মিড অফে দৌড়ে গিয়ে ঝাপিয়ে পড়েও ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন শেখ মেহেদি। এটাই হতে পারতো ম্যাচের টার্নিং পয়েন্ট। মিশরা যখন জীবন পান তখন তিনি ৭ বলে ১ রান করেছিলেন। পরবর্তীতে তিনি নিশাঙ্কাকে সঙ্গ দিয়ে লঙ্কানদের জয়ের পথ বাতলে দেন।
এই জুটিতে ৫২ বলে ৯৫ রান যোগ করেন তারা। দলীয় ১০৮ রানের মাথায় নিশাঙ্কাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদি। ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ৫০ রান করে ফেরেন তিনি। পরবর্তীতে কুশল পেরেরা ৯ এবং দাসুন শানাকা ১ রান করে ফিরেন। তবে ১ রানে জীবন পাওয়া সেই মিশরাই শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার।বাংলাদেশের পক্ষে শেখ মেহেদি ২টি এবং তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। লঙ্কান বোলারদের সামনে যেন কোনো সূত্রই খুঁজে পাচ্ছিলেন না টাইগার ব্যাটাররা। ফলে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে লিটন দাসের দল। কোনো রান তোলার আগেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। দলীয় ১১ রানে ফিরে যান তাওহিদ হৃদয়ও।
শুরুর ব্যাটিং বিপর্যয়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন লিটন। তবে দলীয় ফিফটি রানের পর ফিরে যান তিনিও। পরবর্তীতে দলের ‘ক্রাইসিস ম্যান’—খ্যাত জাকের আলী ও শামিম হোসেনের ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়ে টাইগাররা। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে ৬১ বলে ৮৬ রানের অপরাজিত জুটি গড়েন।
দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শামীম হোসেন। ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় এই রান করে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে ৪১ রান করে অপরাজিত ছিলেন জাকের আলী। ৩৪ বলে ২ চারের মারে ইনিংসটি সাজান এই ব্যাটার। এ ছাড়া লিটন করেন ২৬ বলে ২৮ রান। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন নুয়ান থুশারা ও দুশমন্ত চামিরা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৩৯/৫ (২০ ওভার)
শ্রীলঙ্কা : ১৪০/ ৪ (১৪.৪ ওভার)
ফলাফল : শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/বিটি
