
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। যুগ যুগ ধরে চলে আসা দ্বৈরথ এখন যেন এক পেশে হয়ে গেছে। ভারতের বিপক্ষে ব্যাপক ভরাডুবি পাকিস্তানের। গ্রুপ পর্ব বা সুপার ফোর, কোনো ম্যাচেই শক্ত প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান।
প্রথমে ব্যাট করে এবারের এশিয়া কাপ আসরে নিজেদের সর্বোচ্চ ১৭১ রান করে পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভারত।
শ্রীলংকার বিপক্ষে জয় পেলেও নেট রানরেটে ভারতের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। টাইগারদের +০.১২১ নেট রানরেটের বিপরীতে ভারতের নেট রানরেট +০.৬৮৯। দুইদলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে বেশ এগিয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
সুপার ফোরের পরের ম্যাচে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা, পরদিন বুধবার (২৪ সেপ্টেম্বর) টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচ দুটি জিতলে কোন সমীকরণ ছাড়াই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। আবার, দুটি ম্যাচের যেকোনো একটিতে জিতলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে টাইগারদের। তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।
ভারত ও পাকিস্তানের বিপক্ষে হেরেও ফাইনালে যেতে পারে বা বাংলাদেশ। সেক্ষেত্রে ভারতকে পরের দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে এবং শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে।
অন্যদিকে, পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অনেক কম ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে খুবই কম ব্যবধানে সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। তাহলে ভারতের থাকবে ৬ পয়েন্ট আর বাকি তিন দলের থাকবে সমান ২ পয়েন্ট। হলে এবারের এশিয়া কাপের ফাইনালে খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে টাইগারদের।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি
