Connect with us
ক্রিকেট

সেমিফাইনাল নিশ্চিতে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা

Bangladesh announces squad for Women’s World Cup
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। আর এতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসে সেমিফাইনালের স্বপ্ন দেখাতে শুরু করেছিল টাইগ্রেসরা। তবে এরপর টানা দুই ম্যাচে পরাজিত হয়ে সেই স্বপ্নের পথে বড় ধাক্কা খেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত চলমান এই ওয়ানডে বিশ্বকাপে খেলছে মোট আট দল। বাংলাদেশ ছাড়াও প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যেখানে বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে খেলার সুযোগ পাবে মোট সাত ম্যাচ।

প্রথম রাউন্ডের এই খেলা সেরা চারটি দল সুযোগ পাবে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার। তাই বাংলাদেশকে সেমির আশা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত থাকতে হবে শীর্ষ চার দলের মধ্যে। এরই মধ্যে নিগার সুলতানা জ্যোতিরা খেলে ফেলেছে নিজেদের প্রথম তিনটি ম্যাচ। যেখানে মাত্র ২ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে তালিকার ষষ্ঠ স্থানে।



বাংলাদেশের হাতে এখনো বাকি রয়েছে চার ম্যাচ। তবে সেখানে তাদের সামনে রয়েছে বেশ কিছু কঠিন প্রতিপক্ষ। নিজেদের পরবর্তী ম্যাচে টাইগ্রেসরা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর থাকছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও শক্তিশালী ভারতের মতো দলের বিপক্ষে খেলা। তাই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখা বড় কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য।

নিজেদের বাকি চার ম্যাচের মধ্যে অন্তত তিনটিতে জিততে না পারলে বাস্তব অর্থে সেমিতে ওঠার খুব একটা সুযোগ থাকবে না বাংলাদেশের সামনে। তবে ভাগ্যের জোরে টিকে থাকতে হলেও কম করে দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই জ্যোতিদের কাছে। অর্থাৎ তুলনামূলক সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কা ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারাতে হবে বাংলাদেশকে।

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে আগামী সোমবার ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলঙ্কা এবং সর্বশেষ ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। পরবর্তী ২৯ ও ৩০ অক্টোবর হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। আর ২ নভেম্বর বিশ্বকাপের মেগা ফাইনাল।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট